পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

তৃতীয় ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে কোনও গ্র্যান্ড স্লামের মূল পর্বে অঙ্কিতা রায়না - টেনিস

তৃতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে কোনও গ্র্যান্ড স্লামে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন অঙ্কিতা রায়না ৷ সোমবার থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ান ওপেনে তিনি রোমানিয়ান টেনিস খেলোয়াড়ের সঙ্গে জুটি বেঁধেছেন ৷

australian-open-ankita-raina-becomes-third-indian-woman-to-feature-in-grand-slam
তৃতীয় ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে কোনও গ্র্যান্ড স্লামের মূল পর্বে অঙ্কিতা রায়না

By

Published : Feb 7, 2021, 6:43 PM IST

মেলবোর্ন, 7 ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেনের ডবলসের মূল পর্বে নিজের জায়গা পাকা করে নিলেন অঙ্কিতা রায়না ৷ তৃতীয় ভারতীয় মহিলা টেনিস তারকা হিসেবে কোনও গ্র্যান্ড স্লামে অংশ নেবেন তিনি ৷ অস্ট্রেলিয়ান ওপেনের ডবলসে তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ৷ সোমবার থেকে মেলবোর্নে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম শুরু হতে চলেছে ৷ অঙ্কিতা রায়না এর আগে মহিলাদের সিঙ্গলস বিভাগের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নাম লিখিয়ে ছিলেন ৷ তবে, সেখানে মূল পর্বে নিজের স্থান পাকা করতে ব্যর্থ হন তিনি ৷ তবে, পরে রোমানিয়ার টেনিস খেলোয়াড় মিহাএলা বুজ়ারনেকুর সঙ্গে জুটি বেঁধে সরাসরি অস্ট্রেলিয়ান ওপেনের ডবলসে জায়গা পাকা করে নিয়েছেন ৷

এর আগে ভারতের হয়ে একমাত্র নিরুপমা বিদ্যানাথন এবং সানিয়া মির্জ়া কোনও গ্র্যান্ড স্লামে প্রতিনিধিত্ব করেছেন ৷ ছ’টি গ্র্যান্ড স্লাম জয়ী সানিয়ার পর অঙ্কিতাই প্রথম ভারতীয়, যিনি টেনিসের মেজর টুর্নামেন্টের ডবলসে প্রতিযোগিতা করবেন ৷ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কিতা জানিয়েছেন, ‘‘এটা প্রথম কোনও গ্র্যান্ড স্লামের মূল পর্ব ৷ তাই এই সুযোগটা আমি গ্রহণ করেছি ৷ এটা খুবই স্পেশাল ৷ বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর এখানে পৌঁছেছি ৷ তবে, শুধু আমার কঠোর পরিশ্রমই শুধু নয়, অসংখ্য মানুষের ভালোবাসা ও আশীর্বাদ আমাকে এখানে পৌঁছাতে সাহায্য করেছে ৷

আরও পড়ুন : অস্ট্রেলিয়ান ওপেনের আগে চোটের শিকার নাওমি ওসাকা এবং ভিক্টোরিয়া আজ়ারেঙ্কা

তবে, সিঙ্গলসের বদলে ডবলস টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রসঙ্গে অঙ্কিতা রায়না জানান, এটা সিঙ্গলের বদলে ডবলস হলেও, ভারতের নাম সেখানে রয়েছে ৷ তবে, ভবিষ্যতে সিঙ্গলসে অংশ নেওয়ার জন্য কঠোর পরিশ্রম তিনি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অঙ্কিতা ৷

ABOUT THE AUTHOR

...view details