পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মাদ্রিদ ওপেনে বার্তেকে হারিয়ে চ্যাম্পিয়ন আরেনা

মাদ্রিদ ওপেন চ্যাম্পিয়ন হলেন বেলারুশিয়ান টেনিস খেলোয়াড় আরেনা সাবালেঙ্কা ৷ 6-0, 3-6, 6-4 ফলে হারালেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা অ্যাশলে বার্তেকে ৷

aryna-sabalenka-beats-world-no-1-ashleigh-barty-to-win-madrid-open
মাদ্রিদ ওপেনে 1নং অ্যাশলে বার্তেকে হারিয়ে চ্যাম্পিয়ন আরেনা সাবালেঙ্কা

By

Published : May 9, 2021, 6:36 PM IST

মাদ্রিদ, 9 মে : মাদ্রিদ ওপেন চ্যাম্পিয়ন হলেন বেলারুশিয়ান টেনিস খেলোয়াড় আরেনা সাবালেঙ্কা ৷ বিশ্ব মহিলা টেনিস ব়্যাঙ্কিংয়ে 1নং স্থানে থাকা অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্তেকে তিন সেটের হারিয়েছেন ৷ ম্যাচের ফলাফল 6-0, 3-6, 6-4 ৷ শনিবার মাদ্রিদ ওপেনের ফাইনাল জেতার সঙ্গে সঙ্গে সাবালেঙ্কা কেরিয়ারের 10 নম্বর টাইটেল জিতলেন ৷

দু’সপ্তাহ আগে স্টাটগার্টে ডব্লুটিএ এর একটি ইভেন্টের ফাইনালে সাবালেঙ্কার কাছে হেরেছিলেন বার্তে ৷ আর মাদ্রিদে শনিবারের ম্যাচে হারে যেন ইতিহাসের পুরনরাবৃত্তি ঘটলো ৷ কিন্তু, একটা সময় মনে করা হচ্ছিল বার্তে নিজের চেনা ছন্দে ফিরছেন ৷ ঠিক সেই সময়ই সাবালেঙ্কা আবারও ঘুরে দাঁড়ান এবং ম্য়াচ নিজের নামে করে নেন ৷

প্রসঙ্গত, গত দু’বছরে লাল মাটির কোর্টে অস্ট্রেলিয়ান টেনিস তারকা কোনও ম্যাচ হারেননি ৷ 2019 সালে কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম রোলান্ড গারোঁ জেতার পর থেকেই অপরাজিত ছিলেন তিনি ৷

আরও পড়ুন : ফরাসি ওপেনে খেলবেন, নিশ্চিত করলেন ফেডেরার

মাদ্রিদ ওপেনের ম্যাচে প্রথম সেটে 6-0 গেম হারলেও, দ্বিতীয় সেটে 3-6 ফলে ম্যাচে ফিরে আসেন বার্তে ৷ এমনকি তৃতীয় তথা শেষ সেটে একটা সময় কঠিন লড়াই দিয়েছিলেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা ৷ তবে, অ্যাশলে বার্তেকে 6-4 ফলে হারিয়ে ট্রফির দখল নেন বেলারুশিয়ান আরেনা সাবালেঙ্কা ৷

ABOUT THE AUTHOR

...view details