প্যারিস, 25 মে : ফ্রেঞ্চ ওপেন যোগ্যতা নির্ণায়কে দ্বিতীয় রাউন্ডে উঠলেন ভারতের টেনিস খেলোয়াড় অঙ্কিতা রায়না ৷ হারালেন অস্ট্রেলিয়ান এরিনা রডিওনোভাকে ৷ খেলার ফলাফল 3-6, 6-1, 6-4 ৷ দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের গ্রীত মিনীনের মুখোমুখি হবেন অঙ্কিতা ৷
যদিও প্রথম সেটে হেরে যান অঙ্কিতা ৷ কিন্তু পরপর দুটি সেটে অস্ট্রেলিয়ান তারকাকে কার্যত উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা পাকা করেন তিনি ৷ অন্যদিকে তাঁর প্রতিপক্ষ গ্রীত প্রথম রাউন্ডে হারিয়েছেন পোল্যান্ডের উর্জুলা রডওয়ানস্কাকে ৷