কলকাতা, 15 অগস্ট : 75তম স্বাধীনতা দিবসে (75th Independence Day) দেশবাসীকে শুভেচ্ছা বার্তা জানালেন ভারতের বর্তমান এবং প্রাক্তন ক্রীড়াবিদরা ৷ শরীর অসুস্থ থাকলেও, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে লালকেল্লায় স্বাধীনতার 75তম বর্ষ উদযাপনের অনুষ্ঠানে হাজির ছিলেন অলিম্পিকসে সোনা জয়ী ক্রীড়াবিদ নীরজ চোপড়া (Neeraj Chopra) ৷ অন্যদিকে, প্রাক্তন ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) তাঁর শেষ টেস্টের একটি ছবি পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ৷ স্বাধীনতার 75তম বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আরেক অলিম্পিয়ান তথা বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম ৷
আজ লালকেল্লায় স্বাধীনতা দিবসের 75তম বর্ষের অনুষ্ঠানে যোগদান করেন ভারতের হয়ে অলিম্পিকসে অংশ নেওয়া ক্রীড়াবিদরা ৷ ছিলেন ভারতের হয়ে একমাত্র সোনার পদক জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ৷ সোশ্যাল মিডিয়ায় তিনি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘‘ঐতিহাসিক লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পেরে সম্মানিতবোধ করছি ৷ জাতীয় পতাকাকে উঁচু উড়তে দেখার মুহূর্তটা একজন অ্যাথলিট এবং একজন সৈনিক হিসেবে আমার কাছে খুবই আবেগের ৷ জয় হিন্দ ৷’’
দেশবাসী এবং সকল অনুরাগীদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ৷ তবে, তাঁর শুভেচ্ছা বার্তার মধ্যে রয়েছে, দেশের প্রতি তাঁর দায়িত্ব এবং কর্তব্যবোধের বার্তা ৷ তিনি লিখেছেন, ‘‘ভারত সবসময় সবার উপরে ! আমি সবসময় গর্বের সঙ্গে ভারতের জাতীয় পতাকাকে আমার হেলমেটে ধারণ করতাম এবং এটা আমাকে সর্বদা মনে করিয়ে দিত, কেন আমি মাঠে নেমেছি ৷ বিশ্বের প্রতিটি প্রান্তে থাকা সকল ভারতবাসীকে 75তম স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ৷’’
লালকেল্লায় জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং ৷ ওই পোস্টে তিনি লিখেছেন, ‘‘75তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ৷ ভারত মায়ের জয় ৷’’