শারজা, 27 অক্টোবর : কোহলিদের হারিয়ে গোটা দলকে আত্মতুষ্টিতে ভুগতে নিষেধ করেছিলেন বাবর আজম ৷ তাঁরা যে অধিনায়কের কথা শুনেছেন, কিউইদের বিরুদ্ধে সেটা বোঝালেন পাক ক্রিকেটাররা ৷ মঙ্গলবার শারজায় টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নিউজ়িল্যান্ডকে 5 উইকেটে হারাল পাকিস্তান ৷ ভারতের পর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধেও পাক বোলারদের দাপট বজায় রইল ৷
মঙ্গলবারের ম্যাচে কিউয়িদের মাত্র 134 রানে বেঁধে রাখেন পাক বোলাররা ৷ কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে আগুনে বোলিং করে 4টি উইকেট নেন হ্যারিস রাউফ ৷ ব্যাট করতে নেমে মহম্মদ রিজওয়ানের 33 রানের ইনিংসে ভর করে 5 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান ৷ সাউদির বলে বাবর (11 বলে 9 রান) তাড়াতাড়ি ফিরলেও দলের উপর চাপ আসতে দেননি আরও এক পাক ওপেনার মহম্মদ রিজওয়ান ৷ 5টি বাউন্ডারির উপর ভর করে কার্যত ঠান্ডা মাথার ইনিংস খেলেন রিজওয়ান (34 বলে 33 রান) ৷ যদিও দলের 69 রানের মাথায় সোধির বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেও শেষ দিকে ঝোড়ো ইনিংসে বাকি ম্যাচ বের করে নিতে সমস্যা হয়নি শোয়েব মালিক (20 বলে 26 রান), আসিফ আলিদের (12 বলে 27 রান) ৷