পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ENG vs SA : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরেও সেমিফাইনালে ইংল্যান্ড - South Africa beats England by 10 runs in T20 world Cup semi-finals

ইংল্যান্ডের বিরুদ্ধে 10 রানে জিতেও টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা ৷ কাজে এল না রাবাডার বোলিং৷ এই প্রথম বিশ্বকাপে ম্যাচ হারল ইংল্যান্ড ৷

ENG vs SA
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরেও সেমিফাইনালে ইংল্যান্ড

By

Published : Nov 7, 2021, 7:50 AM IST

শারজা, 7 নভেম্বর : ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করেও সেমিফাইনালে উঠতে ব্যর্থ হল দক্ষিণ আফ্রিকা ৷ প্রথমে ব্যাট করে 2 উইকেটের বিনিময়ে 189 রান সংগ্রহ করে প্রোটিয়ারা ৷ জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 179 রান সংগ্রহ করেন ইয়ন মর্গ্যানের ছেলেরা ৷ তবে ম্যাচ হারলেও বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে সক্ষম হয় তারা ৷ ইংল্যান্ডের পাশাপাশি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল অস্ট্রেলিয়া ৷ এই প্রথম বিশ্বকাপে ম্যাচ হারল ইংল্যান্ড ৷

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান ৷ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পৌঁছতে হলে ইংল্যান্ডকে 131 রানে আটকে রাখতে হত ৷ সেই চেষ্টায় ব্যর্থ হন কুইন্টন ডি'ককরা ৷ মাত্র 15 রান করে প্যাভিলিয়নে ফেরেন রিজা হেনড্রিক্স ৷ এরপর 27 বলে 34 রান করেন ডি'কক ৷ রাসি ভ্যান ডার ডুসেনকে যোগ্য সঙ্গত দেন এইডেন মার্করাম ৷ ডুসেন করেন 94 রান ৷ 48 রান দিয়ে 3টি উইকেট নেন রাবাডা ৷

আরও পড়ুন: জন্মদিনে কোহলিকে 'বিরাট' জয় উপহার সতীর্থদের

ব্যাট করতে নেমে ভালই শুরু করেছিল ইংল্যান্ড ৷ 27 বল খেলে 37 রান সংগ্রহ করেন মইন আলি ৷ পায়ের চোটের কারণে 20 রান করেই মাঠ ছাড়তে হয় জেসন রয়কে ৷ জস বাটলার করেন 26 রান ৷ পরে ম্যাচের হাল ধরেন লিয়াম লিভিংস্টোন এবং দাভিদ মালান ৷ তাতেও অবশ্য ম্যাচ জয়ের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয় ব্রিটিশরা ৷ তবে ম্যাচ জিতলেও সেমিফাইনালে পৌঁছনো হল না প্রোটিয়াদের ৷

ABOUT THE AUTHOR

...view details