পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sourav Ganguly : ফাইনালে নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখছেন সৌরভ - ফাইনালে তাঁর সমর্থন কার দিকে, জানিয়ে দিলেন সৌরভ

শনিবার শারজা আন্তর্জাতিক বইমেলার সমাপ্তিতে একটি বই স্বাক্ষর অনুষ্ঠান ছিল বিসিসিআই প্রেসিডেন্টের ৷ সেখানে ফাইনালে তাঁর সমর্থনের কথা জানালেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷

Sourav Ganguly
ফাইনালে তাঁর সমর্থন কার দিকে, জানিয়ে দিলেন সৌরভ

By

Published : Nov 14, 2021, 6:29 PM IST

দুবাই, 14 নভেম্বর :ভারতের অধিনায়ক হিসেবে তাঁর সাফল্য় অধিকাংশই দুরন্ত ম্য়াচ রিডিংয়ের ফসল ৷ বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বময় কর্তা ৷ কিন্তু সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের দুর্ধর্ষ ম্য়াচ রিডিং এখনও সর্বজন সুবিদিত ৷ তাই বিসিসিআই টি-20 বিশ্বকাপ ফাইনালে কাকে সমর্থন করছেন সৌরভ, তা জানতে ক্রিকেটপ্রেমীদের কৌতূহল জাগবেই ৷ রবিবারের মেগা ফাইনালের আগে মহারাজ তা জানিয়েও দিলেন ৷

অজিরা ভাল কিন্তু মহারাজের মতে রবিবার ফাইনালে বাজিমাত করে যাবে উইলিয়ামসনের দলই ৷ শনিবার শারজা আন্তর্জাতিক বইমেলার সমাপ্তিতে একটি বই স্বাক্ষর অনুষ্ঠান ছিল বিসিসিআই প্রেসিডেন্টের ৷ সেখানে ফাইনালে সমর্থনের প্রশ্নে সৌরভ বলেন, "বিশ্ব খেলাধুলোয় বর্তমানে সময়টা দারুণ যাচ্ছে নিউজিল্য়ান্ডের ৷ অস্ট্রেলিয়া ভাল কিন্তু ওদের সময়টা ভাল যাচ্ছে না ৷ নিউজিল্য়ান্ডকে অনেক বেশি সাহসী মনে হচ্ছে ৷"

বিসিসিআই প্রেসিডেন্টের সংযোজন, "কয়েকমাস আগেই ওরা বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ জিতেছে ৷ দেশটা ছোট কিন্তু প্রতিভা প্রচুর ৷ আমার প্রকৃতপক্ষে মনে হয় ফাইনাল নিউজিল্য়ান্ডই জিতবে ৷"

আরও পড়ুন : নসিএ-তে রাহুলের পদে লক্ষ্মণ, জানিয়ে দিলেন সৌরভ

সময়ের আগে বিদায় নিলেও ভারতীয় দলের ভবিষ্য়ৎ নিয়ে আশাবাদী সৌরভ ৷ তাঁর কথায়, "বিশ্বকাপের আগে ভারত তো দারুণ খেলছিল ৷ অস্ট্রেলিয়াকে ওদের দেশে গিয়ে হারিয়ে এসেছে ৷ কোভিডের কারণে স্থগিত হওয়ার আগে ইংল্য়ান্ড সফরে টেস্ট সিরিজে এগিয়ে ছিল ৷ সবমিলিয়ে দুর্দান্ত সব ফলাফল উপহার দিয়েছে ৷ তাই আগামী দিনগুলোতেও ভাল ফলের প্রত্যাশা করাই যায় ভারতীয় দলকে নিয়ে ৷"

ABOUT THE AUTHOR

...view details