দুবাই, 14 নভেম্বর :ভারতের অধিনায়ক হিসেবে তাঁর সাফল্য় অধিকাংশই দুরন্ত ম্য়াচ রিডিংয়ের ফসল ৷ বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বময় কর্তা ৷ কিন্তু সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের দুর্ধর্ষ ম্য়াচ রিডিং এখনও সর্বজন সুবিদিত ৷ তাই বিসিসিআই টি-20 বিশ্বকাপ ফাইনালে কাকে সমর্থন করছেন সৌরভ, তা জানতে ক্রিকেটপ্রেমীদের কৌতূহল জাগবেই ৷ রবিবারের মেগা ফাইনালের আগে মহারাজ তা জানিয়েও দিলেন ৷
অজিরা ভাল কিন্তু মহারাজের মতে রবিবার ফাইনালে বাজিমাত করে যাবে উইলিয়ামসনের দলই ৷ শনিবার শারজা আন্তর্জাতিক বইমেলার সমাপ্তিতে একটি বই স্বাক্ষর অনুষ্ঠান ছিল বিসিসিআই প্রেসিডেন্টের ৷ সেখানে ফাইনালে সমর্থনের প্রশ্নে সৌরভ বলেন, "বিশ্ব খেলাধুলোয় বর্তমানে সময়টা দারুণ যাচ্ছে নিউজিল্য়ান্ডের ৷ অস্ট্রেলিয়া ভাল কিন্তু ওদের সময়টা ভাল যাচ্ছে না ৷ নিউজিল্য়ান্ডকে অনেক বেশি সাহসী মনে হচ্ছে ৷"