দুবাই, 11 নভেম্বর : গ্রুপ পর্বে পাঁচে পাঁচ করার পর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফেভারিট হিসেবে শুরু করে পাকিস্তান ৷ বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে অজিদের চ্যালেঞ্জ ছুড়ে দিল 'মেন ইন গ্রিন' ৷ শেষ চারের লড়াইয়ে দুরন্ত পাক ওপেনিং জুটি ৷ বাবর আজম ও মহম্মদ রিজওয়ান ওপেনিং জুটিতে 71 রান যোগ করে পাকিস্তানকে স্বপ্নের শুরু দেন ৷ ক্যাপ্টেন বাবর ব্যক্তিগত 39 রানে ডাগ-আউটে ফিরলেও দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন রিজওয়ান ও ফকর জামান ৷ শেষ পর্যন্ত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 176 রান তোলে পাকিস্তান ৷
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৷ পাওয়ার প্লে-তে 47 রান করেন দুই পাক ওপেনার ৷ পরের ওভারেই হাফ-সেঞ্চুরি করে পাকিস্তান ৷ তবে 10 ওভারে প্রথম উইকেট হারানোর আগে স্কোর বোর্ডে 71 রান যোগ করেন পাক ওপেনাররা ৷ ব্যক্তিগত 67 রানে ডাগ-আউটে ফেরার আগে পাকিস্তানকে বড় রানে পৌঁছে দেন উইকেটকিপার ব্যাটার রিজওয়ান ৷