দুবাই, 30 অক্টোবর : আড়াই বছর আগে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছিল বিরাট কোহলিদের ৷ রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচে কোহলিদের সামনে সেই কিউয়িবাহিনী ৷ টি-20 বিশ্বকাপের প্রথম ম্য়াচে পাকিস্তানের কাছে হারের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে জেতাটা অত্যন্ত জরুরি টিম ইন্ডিয়ার ৷
2019 ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল বিরাটের ভারত ৷ পাশাপাশি টি-20 বিশ্বকাপে কিউয়িদের বিরুদ্ধে এখনও জয়ের স্বাদ পায়নি টিম ইন্ডিয়া ৷ দু'বারের সাক্ষাতে দু’বারই হেরেছে ভারত ৷ একই সঙ্গে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে কিউয়িদের বিরুদ্ধে 'মেন ইন ব্লু'-র রেকর্ডও ভাল নয় ৷ 16 বারের সাক্ষাতে 8 বার হেরেছে ভারত ৷ জিতেছে 6 বার ৷ দুটি ম্যাচ টাই হয়েছে ৷
পাকিস্তানের কাছে 10 উইকেটে হারের পর কিউয়িদের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই কিছুটা হলেও পিছিয়ে থেকে মাঠে নামবে কোহলি অ্যান্ড কোং ৷ তবে শুধু ভারত নয়, তাদের প্রথম ম্য়াচে পাকিস্তানের কাছে 5 উইকেটে হেরেছে নিউজিল্যান্ড ৷ তবে ভারত দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেললেও নিউজিল্য়ান্ড অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলেছে শারজা স্টেডিয়ামে ৷ এ দিক থেকে দুবাইয়ের বাইশ গজে আগের ম্যাচে খেলার সুবিধা পাবে ভারত ৷
আরও পড়ুন : কোহলির নজির ভাঙলেন বাবর, আফগানদের হারিয়ে সেমিফাইনালের পথে পাকিস্তান
তবে শুধু বাইশ গজ নয়, ম্যাচ জয়ের কারণ হয়ে উঠতে পারে টস ৷ কারণ অক্টোবরের শেষে মরু শহরে ম্যাচে প্রভাব ফেলছে শিশির ৷ শুক্রবার পর্যন্ত মূলপর্বের 12টি ম্যাচের মধ্যে 9টি-তে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট দলের অধিনায়করা ৷ তিনটি ম্যাচে টস জিতে অধিনায়করা ব্যাটিং করার সাহসী সিদ্ধান্ত নিলেও দুবারই হেরেছে ৷ অর্থাৎ সুপার 12-র প্রথম 12টি ম্যাচের মধ্যে 10টিতে জিতেছে প্রথম ব্যাটিং করা দল ৷ প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে টস ভাগ্য়কে দুষেছিলেন ভারত অধিনায়ক কোহলি ৷ শিশিরের কথা মাথার রেখে বল ভিজিয়ে অনুশীলন করতে দেখা গিয়েছে বিরাটদের ৷