দুবাই, 4 নভেম্বর : আফগানদের বড় ব্যবধানে হারিয়ে স্কটিশদের বিরুদ্ধে মাঠে নামছে কোহলি অ্যান্ড কোং ৷ সেমিফাইনালের লড়াইয়ে ভেসে থাকতে বিরাটদের প্রতিটি ম্য়াচই এখন 'ডু অর ডাই' ৷ দুবাইয়ে প্রথম দুটি ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত ৷ শুক্রবারই এখানেই স্কটল্যান্ডের মুখোমুখি টিম কোহলি ৷
মরু শহরে বিশ্বকাপে সুপার 12-র প্রথম দুটি ম্যাচে হেরে খাদের কিনারায় ছিল ভারতীয় দল ৷ প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে 10 উইকেটে পর্যুদস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচেও কিউয়িদের কাছে হারে কোহলি অ্যান্ড কোং ৷ তবে বুধবার আবু ধাবিতে তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে 66 রানে হারিয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া ৷ সেই সঙ্গে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকে বিরাটবাহিনী ৷
প্রথম দুটি ম্যাচে খেলার সুযোগ না-পেলেও আফগানদের বিরুদ্ধে সুযোগ পেয়েই দারুণভাবে কাজে লাগান রবিচন্দ্রন অশ্বিন ৷ চার ওভারে মাত্র 14 রান দিয়ে 2টি উইকেট তুলে নিয়ে সমালোচনার জবাব দেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ অফ-স্পিনার ৷ ম্যাচের পর অশ্বিনের দলে ফেরাকে ইতিবাচক বলে মন্তব্য করেন ক্যাপ্টেন কোহলি ৷ বিরাট জানিয়েছিলেন, "অশ্বিনের দলে ফেরাটা অত্যন্ত ইতিবাচক ৷ ও দারুণ পারফর্ম করেছে ৷ আইপিএলের ছন্দও বিশ্বকাপে ধরে রেখেছে ৷" অশ্বিন শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপে ৷ সাড়ে চার মাস পর ফের ভারতীয় দলের জার্সিতে মাঠে ফেরেন অশ্বিন ৷