পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

T20 World cup semifinal : লর্ডসের স্মৃতি উসকে ইংরেজের বিরুদ্ধে প্রতিশোধের ম্যাচ কিউয়িদের - ইয়ন মরগ্যান

লর্ডসের তিক্ততা ভুলে বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নামছে নিউজিল্যান্ড ৷ 2019 ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বজয়ের স্বাদ অপূর্ণ থেকে গিয়েছে কিউয়িদের ৷ এবার টি-20 বিশ্বকাপের ফাইনালে ওঠার পথে কেন উইলিয়ামসনদের কাঁটা হতে পারেন সেই ইয়ন মরগ্যানের দল ৷

T20 World cup semifinal
লর্ডসের স্মৃতি উসকে ইংরেজের বিরুদ্ধে প্রতিশোধের ম্যাচ কিউয়িদের

By

Published : Nov 10, 2021, 4:30 AM IST

আবুধাবি, 10 নভেম্বর : বছর দু'য়েক আগে বিশ্বজয়ের স্বাদ পেতে গিয়ে পাওয়া হয়নি কিউয়িদের ৷ 2019 বিশ্বকাপ ফাইনালে ইয়ন মরগ্যানের ইংল্য়ান্ডের কাছে হেরেছিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড ৷ বরং বলা ভাল ইংরেজের কাছে নয়, ভাগ্যের কাছে হার মানতে হয়েছিল কিউয়িদের ৷ ফের আর এক বিশ্বকাপ ৷ ফের মুখোমুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ৷ বুধবার আবুধাবিতে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে মরগ্য়ানের বিরুদ্ধে নামছেন উইলিয়ানসনরা ৷

বিশ্বকাপে প্রতিশোধ কি বিশ্বকাপেই নিতে পারবেন কিউয়িরা ? দু'বছর আগে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে লর্ডসে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হেসেছিল মরগ্যানবাহিনী ৷ চোখের জয়ে বিশ্বকাপকে বিদায় জানিয়েছিল উইলিয়ামসন অ্যান্ড কোং ৷ ভিন্ন ফরম্যাট হলেও পেক্ষাপট এক ৷ বিশ্বকাপের নক-আউট ৷ হারলেই ছুটি ৷ লর্ডসের বিশ্বকাপ ফাইনাল টাই হওয়ায় ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে ৷ কিন্তু তাও টাই হওয়ায় বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারিত হয়েছিল ম্যাচে সর্বাধিক বাউন্ডারি মারার নিরিখে ৷

সুপার 12-র প্রথম চার ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় মরগ্যানবাহিনী ৷ শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও শেষ চারে উঠতে সমস্যা হয়নি ইংল্যান্ডের ৷ উল্টো ছবি কিউয়ি শিবিরে ৷ প্রথম ম্যাচ পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শুর করেছিল তারা ৷ তবে সুপার 12-র শেষ চারটি ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট হাতে পান উইলিয়ামসনরা ৷ কিউয়িদের জয়েই ভারতের বিশ্বকাপ অভিযান সুপার-12 লড়াইয়েই থেমে যায় ৷

আরও পড়ুন :টি-20 ক্রিকেটে বিরাটের উত্তরসূরি বেছে নিল বিসিসিআই

টি-20 বিশ্বকাপে পরিসংখ্যানের বিচারে কিউয়িদের থেকে সামান্য এগিয়ে রয়েছে ইংরেজরা ৷ এখন পর্যন্ত পাঁচবারের সাক্ষাতে তিনবার জিতেছে ইংল্যান্ড ৷ আর 2 বার জয় পেয়েছে নিউজিল্য়ান্ড ৷ সীমিত ওভারের ক্রিকেটে অত্যন্ত ধারাবাহিক দল মরগ্যানের ইংল্যান্ড ৷ আর উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড টেস্টের পাশাপাশি সীমিত ওভারের ফরম্যাটেও নিজেদের অন্য উচ্চতায় তুলে এনেছে ৷ তাই কিউয়িদের বিরুদ্ধে নিজেদের ফেভারিট মানতে রাজি নয় ইংল্যান্ড অধিনায়ক ৷ প্রাক্ ম্যাচ সাংবাদিক বৈঠকে মরগ্যান বলেন, "আমরা নিজেদের ফেভারিট ভাবচ্ছি না ৷ নিউজিল্যান্ড দারুণ দল ৷ তবে দলের প্রত্যেকেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে ৷ ওদের হারাতে হলে আমাদের ভাল ক্রিকেট খেলবে হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details