শারজা, 1 নভেম্বর : সুপার 12-এ সুপার ফর্মে ইংল্যান্ড ৷ ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেছে ইংরেজরা ৷ শেষ ম্যাচে অজিদের উড়িয়ে দিয়ে বিশ্বকাপের শেষ চারে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে মরগ্যান অ্যান্ড কোং ৷ এদিনও শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই চেনা ফর্মেই ওডিআই'য়ের বিশ্বচ্যাম্পিয়নরা ৷
শারজায় টসে জিতে এদিন ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা ৷ শুরুতেই 35 রানের মধ্যে জেসন রয় (6 বলে 9), ডেভিড মালান (8 বলে 6) এবং জনি বেয়ারস্টোর (1 বলে 0) উইকেট হারালেও ইংল্যান্ডকে টানেন ইয়ন মর্গ্যান (36 বলে 40) এবং জস বাটলার (67 বলে 101) ৷