পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Eng vs Aus : জয়ের হ্য়াটট্রিক, বিশ্বকাপে সেমিফাইনালের পথে ইংল্যান্ড - ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া

সুপার 12-এ সুপার ফর্মে ইংল্যান্ড ৷ ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক ইংরেজদের ৷ এদিন অজিদের উড়িয়ে দিয়ে বিশ্বকাপের শেষ চারে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেল মরগ্যান অ্যান্ড কোং ৷

England win
জয়ের হ্য়াটট্রিকে সেমিফাইনালে পথে ইংল্যান্ড

By

Published : Oct 30, 2021, 10:23 PM IST

Updated : Oct 30, 2021, 10:43 PM IST

দুবাই, 30 অক্টোবর : বিশ্বকাপে মেঘের উপর দিয়ে হাঁটছে মরগ্যানের ইংল্যান্ড ৷ সুপার 12-র প্রথম দুটি ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার পর শনিবার 'অজি বধ' করে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইংল্যান্ড ৷ 126 রান তাড়া করে 8 উইকেটে জয় তুলে নিল ইয়ন মরগ্যানের দল ৷ সুপার 12-র প্রথম তিন ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ ওয়ান-এ শীর্ষস্থানে রয়েছে ইংল্যান্ড ৷ পাশাপাশি রান-রেটে অন্যদের অনেক পিছনে ফেল দিয়েছে থ্রি-লায়ন্স ৷

রান তাড়া করতে নেমে প্রথম ওভার থেকে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন দুই ইংরেজ ওপেনার ৷ মাত্র 33 বলে ওপেনিং জুটিতে হাফ-সেঞ্চুরি করে ইংল্য়ান্ড ৷ পাওয়ার প্লে-তে কোনও উইকেট না-হারিয়ে 66 রান তোলে মরগ্যানের দল ৷ শুরুতে জেসন রয় বেশি আক্রমণাত্মক থাকলেও পরে তাঁকে ছাপিয়ে যান বাটলার ৷ মাত্র 25 বলে চারটি ছয় ও চারটি বাউন্ডারির সাহায্যে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডানহাতি ওপেনার ৷ বাটলার ভয়ঙ্কর ব্যাটিং করে দলকে জেতালেও বল হাতে 3 ওভারে মাত্র 17 রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিস জর্ডন ৷

তবে অ্যাডাম জাম্পাকে আক্রমণে আনতেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড ৷ 20 বলে 22 রান করে এলবিডব্লিউ হন জেসন রয় ৷ তবে আক্রমণাত্মক মেজাজ ধরে রাখেন বাটলার ৷ শেষ পর্যন্ত 32 বলে পাঁচটি ছয় ও পাঁচটি বাউন্ডারি-সহ 71 রানে অপরাজিত থাকেন ইংল্যান্ড উইকেটকিপার ব্যাটার ৷ 11 বলে দুটি ছয় মেরে 16 রানে অপরাজিত থাকেন জনি বেয়ারস্টো ৷ এর আগে 8 বলে 8 রান করে অ্যাশটন আগরের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ডাগ-আউটে ফেরেন ডেভিড মালান ৷ মিচেল স্টার্ক ও জাম্পার উপর এদিন নির্মম ছিলেন ইংল্যান্ড ব্যাটাররা ৷ দু'জনেই 3 ওভারে 37 রান করে দেন ৷

আরও পড়ুন : 'কিলার' মিলারের ব্যাটে প্রোটিয়াদের 'লঙ্কা জয়'

এর আগে প্রথমে ব্যাটিং করে ইংরেজ বোলারদের বিরুদ্ধে 125 রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া ৷ অজি ব্যাটরদের মধ্যে ক্য়াপ্টেন অ্যারন ফিঞ্চ ছাড়া কেউ বড় রান পাননি ৷ 49 বলে 44 রান করেন ফিঞ্চ ৷ দ্বিতীয় সর্বোচ্চ স্কোর অ্যাশটন আগরের ৷ 20 বলে 20 রান করেন তিনি ৷ এছাড়াও ম্যাথু ওয়েড 18 করেন ৷ তবে প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের ঝোড়ো ইনিংস না-হলে একশো রানের গণ্ডি টপকাত না অস্ট্রেলিয়া ৷ মাত্র 3 বলে 2টি ছক্কা হাঁকিয়ে 12 রান করেন কামিন্স ৷ আর 6 বলে একটি ছয় ও একটি বাউন্ডারি-সহ 13 রান করেন স্টার্ক ৷ প্রথম দুটি ম্যাচে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারানোয় বিশ্বকাপের শুরুটা মন্দ হয়নি অস্ট্রেলিয়ার ৷ কিন্তু এদিন ইংল্যান্ডের কাছে পর্যুদস্ত হয়ে গ্রুপ ওয়ান-এ তিনে নেমে গেল অজিবাহিনী ৷ আর এদিন শ্রীলঙ্কাকে হারিয়ে দু'নম্বরে উঠে এল দক্ষিণ আফ্রিকা ৷

Last Updated : Oct 30, 2021, 10:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details