দুবাই, 28 অক্টোবর : শুরুটা ভাল না-হলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জিং স্কোর করল শ্রীলঙ্কা ৷ বৃহস্পিতবার প্রথম ব্যাটিং করেন 6 উইকেটে 154 রান তুলেছে দ্বীপরাষ্ট্র ৷ প্রথম ম্যাচে দুরন্ত ব্যাটিংয়ে বাংলাদেশের বিরুদ্ধে 172 রান তাড়া করে জিতেছিল লঙ্কাবাহিনী ৷ এদিন শ্রীলঙ্কাকে দেড়শোর মধ্যে বেঁধে রাখতে বড় ভূমিকা নেন অ্যাডাম জাম্পা ৷ প্রথম ম্যাচেও প্রোটিয়াদের বিরুদ্ধে দারুণ বোলিং করেছিলেন অজি লেগ-স্পিনার ৷
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৷ শুরুটা ভাল হয়নি শ্রীলঙ্কার ৷ ওপেনিং জুটিতে মাত্র 15 রান যোগ করার পর ডাগ-আউটে ফেরেন পাথুম নিশাঙ্কা ৷ মাত্র 7 রান করেন তিনি ৷ তবে নিশাঙ্কার ওপেনিং পার্টনার কুশল পেরেরা 25 বলে 35 রানের ইনিংস খেলেন ৷ তাঁকে সঙ্গে দেন প্রথম ম্যাচে দুরন্ত হাফ-সেঞ্চুরি করা চরিত্র আসালঙ্কা ৷ বাংলাদেশের বিরুদ্ধে 80 রানের অপরাজিত ইনিংসকে খেলে দলকে জিতিয়েছিলেন তিনি ৷ এদিন অজি বোলারদের বিরুদ্ধে 27 বলে চারটি চার ও একটি ছয়-সহ 32 রান করেন ৷