আবুধাবি, 7 নভেম্বর : শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে উঠল অস্ট্রেলিয়া ৷ যদিও এক্ষেত্রে ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার পরের ম্যাচেটির রান রেট ও ফলাফল নির্ণায়ক ভূমিকা পালন করেছে ৷ দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড হারলেও, তাদের নির্দিষ্ট রানের মধ্যে বেঁধে রাখতে পারেনি প্রোটিয়ারা ৷ ফলে হিসেবের অঙ্কে লাভ হয় অস্ট্রেলিয়ার ৷ দিনের শেষে অজিরা পৌঁছে যায় সেমিফাইনালে ৷
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 157 রান করে ওয়েস্ট ইন্ডিজ ৷ দলের হয়ে এদিন সর্বোচ্চ 31 বলে 44 রান করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড ৷ এই ম্যাচে 9 বলে মাত্র 15 রান করে আউট হন ক্রিস গেইল ৷ এভিন লুইস করেন 26 বলে 29 রান ৷ শিমরান হেটমেয়ার করেন 28 বলে 27 রান ৷