পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

T20 World Cup : বাংলাদেশকে উড়িয়ে সেমিফাইনালের দৌড়ে ভেসে রইল অস্ট্রেলিয়া - বাংলাদেশ

গ্রুপ ওয়ান-এ প্রথম চার ম্যাচ জিতে 8 পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে ইংল্য়ান্ড ৷ বাংলাদেশকে হারিয়ে চার ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 2 নম্বরে উঠে এল অস্ট্রেলিয়া ৷ চার ম্যাচের মধ্যে তিনটি জিতে তিন নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা ৷

T20 World Cup
বাংলাদেশকে উড়িয়ে সেমিফাইনালে দৌড়ে ভেসে রইল অস্ট্রেলিয়া

By

Published : Nov 4, 2021, 5:51 PM IST

Updated : Nov 4, 2021, 6:45 PM IST

দুবাই, 4 নভেম্বর : বাংলাদেশকে উড়িয়ে দিয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে দৌড়ে আরও এক পা এগিয়ে গেল অস্ট্রেলিয়া ৷ বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টাইগার্সকে 8 উইকেটে হারায় অজিবাহিনী ৷ প্রথমে বাংলাদেশকে 73 রানে বেঁধে রাখে অ্যারন ফিঞ্চের দল ৷ রান তাড়া করতে নেমে মাত্র 6.2 ওভারে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া ৷ ম্যাচের সেরা লেগ-স্পিনার অ্যাডাম জাম্পা ৷ এই জয়ের ফলে শেষ চারের পথে ভেসে রইল অস্ট্রেলিয়া ৷

গ্রুপ ওয়ান-এ প্রথম চার ম্যাচ জিতে 8 পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে ইংল্য়ান্ড ৷ বাংলাদেশকে হারিয়ে চার ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 2 নম্বরে উঠে এল অস্ট্রেলিয়া ৷ চার ম্যাচের মধ্যে তিনটি জিতে তিন নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা ৷ গ্রুপ ওয়ান-এ সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ৷ এদিন অস্ট্রেলিয়ার কাছে হেরে বিভিষীকাময় বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ ৷ গ্রুপে পাঁচ ম্যাচের প্রতিটি হেরে সপ্তম টি-20 বিশ্বকাপে ইতি টানল টাইগার্স ৷

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অজি অধিনায়ক ৷ অজি বোলারদের সামনে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি বাংলাদেশি ব্যাটাররা ৷ বল হাতে অপ্রতিরোধ্য ছিলেন অ্যাডাম জাম্পা ৷ 4 ওভারে মাত্র 19 রান দিয়ে পাঁচটি উইকেট নেন অজি লেগ-স্পিনার ৷ দারুণ বোলিং করেন জোস হ্যাজেলউড ও গ্লেন ম্যাক্সেওয়েল ৷ হ্যাজেলউড 2 ওভারে মাত্র 8 রান দিয়ে 2টি উইকেট নেন ৷ আর 2 ওভারে 6 রান খরচ করে একটি উইকেট নেন ম্যাক্সওয়েল ৷ আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র 84 রানে শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ ৷ এদিন অজি বোলারদের বিরুদ্ধে 73 রানে শেষ হয়ে যা টাইগার্স ইনিংস ৷

আরও পড়ুন : আফগান-বধের নায়ক রোহিত-রাহুলকে ফুল মার্কস লিটল মাস্টারের

রান তাড়া করতে নেমে মাত্র 2 উইকেট হারিয়ে 82 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া ৷ ক্যাপ্টেন ফিঞ্চ মাত্র 20 বলে চারটি ছয় ও 2টি বাউন্ডারি-সহ 40 রান করেন ৷ 18 রান করেন ডেভিড ওয়ার্নার ৷ গ্রুপে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৷

Last Updated : Nov 4, 2021, 6:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details