পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আসছে যুবরাজের বায়োপিক, নিজের চরিত্রে রণবীরকে চান বিশ্বজয়ী তারকা - Yuvraj Singh Biopic

Yuvraj Singh wants Ranbir Kapoor: প্রশ্নের উত্তরে যুবরাজ, ‘কুছ তো লোগ কেহেঙ্গে, লোগোকা কাম হ্যায় কেহেনা’ গেয়ে সমালোচকদের একহাত নিলেন। 2013 সালের পর কোনও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ভারত।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 10:56 PM IST

Updated : Jan 14, 2024, 6:12 AM IST

বায়োপিকে রণবীর কাপুরকে নিজের চরিত্রে দেখতে চান যুবরাজ

কলকাতা, 13 জানুয়ারি:মহেন্দ্র সিং ধোনি, সচিন তেণ্ডুলকর, মেরি কমের বায়োপিক রিল দুনিয়ায় এসেছে । অপেক্ষায় ঝুলন গোস্বামী, সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বায়োপিক । শনিবার কলকাতায় সেন্ট্রাল অফ এক্সিলেন্সের উদ্বোধন করতে এসে যুবরাজ সিং জানিয়ে দিলেন, তাঁর বায়োপিকও আসতে চলেছে । সম্প্রতি অ্যানিম্যাল সিনেমাটি দেখেছেন বিশ্বজয়ী প্রাক্তন তারকা। সেখানে ভালো অভিনয় করেছেন রণবীর কাপুর । রুপোলি পর্দায় তাঁর ভূমিকায় রণবীরকে দেখলে খুশি হবেন । যদিও নাম ভূমিকায় কে অভিনয় করবেন সে ব্যাপারটি পরিচালকের উপরেই ছাড়তে চান তিনি ।

টি-20 দলে ফেরানো হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিকে । কুড়ি-বিশের ফরম্যাটে দু’জনকে ফেরানোর সিদ্ধান্তে অনেকেই খুশি নন, তবে সম্মতি রয়েছে যুবরাজের । বিরাট, রোহিতকে টি-20 দলে ফেরানোর কোনও ভুল নেই ? প্রতিক্রিয়ায় ‘কুছ তো লোগ কেহেঙ্গে, লোগোকা কাম হ্যায় কেহেনা’ গেয়ে সমালোচকদের একহাত নিলেন যুবি ।

2013 সালের পর কোনও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ভারত । সেমিফাইনালে, ফাইনালে পৌঁছেও হেরে যাচ্ছে । 2023 ক্রিকেট বিশ্বকাপ ফাইনালেও একই অবস্থা হয়েছে । এদিন যুবরাজ সিং ইঙ্গিত দিলেন, তিনি ভারতীয় দলের মেন্টর হতে চান, ক্রিকেটারদের মানসিকভাবে তৈরি করার জন্য । যাতে ভারত নক-আউট ম্যাচে চাপ সামলাতে পারে । তিনি আরও বলেন, "অস্ট্রেলিয়া ছ’টা বিশ্বকাপ জিতেছে । আমরা মাত্র দু'টাে । চ্যাম্পিয়নশিপ কীভাবে জিততে হয়, এবার সময় এসেছে এটা নিয়ে কাজ করার ।" গোটা প্রতিযোগিতায় দুরন্ত খেলছে ভারত । কিন্তু সেমিফাইনাল, ফাইনালে গিয়ে আর পারছে না । "কিছু একটার অভাব নিশ্চয় হচ্ছে, শারীরিকভাবে সবাই প্রস্তুত । মানসিকভাবে প্রস্তুত কি না, সেই সিদ্ধান্ত তা দেখতে হবে", ব্যখ্যা বিশ্বজয়ীর ৷

আরও পড়ুন:

  1. উদ্বোধনী ম্যাচেই হোঁচট, বিশ্বকাপারদের কাছে লড়াই করেও হার সুনীলদের
  2. এশিয়ানে ইতিহাস, সুনীলদের সামলাতে বাঁশি হাতে নামলেন জাপানের ইমাশিতা
  3. রোহিত ক্লিন হিটার, কোহলি বুদ্ধিমান ব্যাটার - দরাজ সার্টিফিকেট মদনলালের
Last Updated : Jan 14, 2024, 6:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details