পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Virat Message to CR7: 'আমার কাছে তুমি সর্বকালের সেরা', সিআর 7-কে বিরাট-বার্তা - মর্ডান ডে মাস্টার

বিরাট কোহলি (Virat Kohli)-র কাছে সর্বকালের সেরা (You are for Me The Greatest of All Time) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ৷ বিশ্বকাপ থেকে পর্তুগাল ছিটকে যাওয়ার পর, নিজের অনুপ্রেরণাকে নিয়ে এক আবেগে ভরা পোস্টে এমনটাই উল্লেখ করলেন ক্রিকেটের ‘মর্ডান ডে মাস্টার’ ৷

You are for Me The Greatest of All Time Virat Kohli on Cristiano Ronaldo
You are for Me The Greatest of All Time Virat Kohli on Cristiano Ronaldo

By

Published : Dec 12, 2022, 10:13 AM IST

Updated : Dec 12, 2022, 10:55 AM IST

চট্টোগ্রাম, 12 ডিসেম্বর: ‘‘আমার কাছে তুমি সর্বকালের সেরা (You are for Me The Greatest of All Time) ৷’’ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) নিয়ে এক আবেগঘন পোস্টে এমনটাই জানালেন বিরাট কোহলি (Virat Kohli) ৷ তাঁর মতে, কোনও ট্রফি বা খেতাব না জেতা রোনাল্ডোর থেকে তাঁর ফুটবলের প্রতি অবদানকে কেড়ে নিতে পারবে না । তাই সিআর সেভেন (CR7)-কে নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন বিরাট ৷

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে পর্তুগালের হারের পর মাঠেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কাঁদতে দেখা গিয়েছিল ৷ এক মুহূর্তে নিজেকে সামলে নিয়ে, ড্রেসিং রুমের দিকে এগিয়ে যান সিআর সেভেন ৷ তবে, টানেলের ভিতরে ঢোকার পর, আর নিজেকে সামলাতে পারেননি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ৷ বিশ্বকাপ ট্রফি অধরা থেকে যাওয়ার দুঃখ নিয়েই মাঠ ছাড়েন তিনি ৷ তবে, ক্রিকেট মাঠের ‘মর্ডান ডে মাস্টার’ (Modern Day Master)-এর কাছে সিআর সেভেন ‘সর্বকালের সেরা’ ৷ তা তিনি বিশ্বকাপ জিতুন বা না জিতুন ৷ সোশাল মিডিয়ায় বিরাট কোহলি তাঁর আবেগঘন পোস্টে সেকথাই উল্লেখ করেছেন ৷

বিরাট তাই টুইটে লিখেছেন, ‘‘কোনও ট্রফি বা খেতাব এই খেলার ও অনুরাগীদের প্রতি তোমার অবদানকে কেড়ে নিতে পারবে না ৷ মানুষের মধ্যে যে প্রভাব তুমি বিস্তার করেছ, তা কোনও ট্রফি দিয়ে ব্যাখ্যা করা যায় না ৷ যা আমি এবং আমার মতো অসংখ্য মানুষ তোমাকে খেলতে দেখার সময় অনুভব করেছি ৷ এটা ভগবানের দান ৷’’

প্রসঙ্গত, বিরাট কোহলির কাছে ক্রিশ্চিয়ানো রোনাল্ড একজন রোল মডেল ৷ তা তিনি বহুবার স্বীকার করেছেন ৷ তাই নিজের রোল মডেলকে উদ্দেশ্য করে বিরাট লিখেছেন, "এমন একজন ব্যক্তির জন্য একটি সত্যিকারের আশির্বাদ, যিনি প্রতিবার তাঁর হৃদয় দিয়ে খেলেন এবং এটা কঠোর পরিশ্রমের প্রতীক ৷ যে কোনও স্পোর্টস পার্সনের জন্য এটা অনুপ্রেরণা ৷ আমার কাছে তুমি সর্বকালের সেরা ৷"

আরও পড়ুন:বিশ্বকাপে নতুন সমর্থনের খোঁজে কলকাতা, দ্বিধাবিভক্ত ক্রীড়া প্রশাসকরা

তবে, জনসমক্ষে এটা প্রথমবার নয় ৷ বিরাট এর আগেও এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিজের রোল মডেল বলেছিলেন ৷ সেই সাক্ষাৎকারে বিরাট কোহলিকে প্রশ্ন করা হয়েছিল, ক্রিকেট এবং ক্রিকেটের বাইরে 1 জনের নাম বলতে হবে যাঁদের বিরাট আদর্শ বলে মনে করেন ৷ ক্রিকেট মাঠে অবশ্যই নামটা ছিল, সচিন তেন্ডুলকর ৷ আর ক্রিকেট মাঠের বাইরের ব্যক্তি ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ সঞ্চালকের প্রশ্ন ছিল, মেসি নয় কেন ? এই প্রশ্নের জবাবও ছিল অসাধারণ ৷

বিরাট বলেছিলেন, "মেসি একজন সুপারম্যান ৷ মাঠে নামলেই কিছু না কিছু করবেন ৷ ওঁর মধ্যে সুপার পাওয়ার আছে, ও ভগবানের সমান ৷ কিন্তু, রোনাল্ডো একজন রক্ত মাংসের মানুষ ৷ যাঁর জীবনে ওঠা-পড়া রয়েছে ৷ যাঁকে মাঠে নেমে প্রতিদিন নিজেকে প্রমাণ করে যেতে হয় ৷ যাঁকে রোজ সমালোচনার মুখে পড়তে হয় ৷ আর সেই লোকটা রোজ সমালোচকদের মুখ বন্ধ করে দিচ্ছেন, নিজের খেলা দিয়ে ৷ তাই রোনাল্ডো আমার কাছে আদর্শ ৷’’ তাই ‘আদর্শ’-এর চোখের জল দেখে নিজের আবেগ আটকতে পারলেন না ‘মর্ডান ডে মাস্টার’ ৷

Last Updated : Dec 12, 2022, 10:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details