টোকিয়ো, 30 অগস্ট : টোকিয়ো প্যারালিম্পিক্সে দেশের জন্য শ্যুটিংয়ে সোনা জিতে ইতিহাস গড়েছে অবনি লেখারা ৷ আজ আরও একটি পদক ভারতের ঘরে এল ৷ ডিসকাস থ্রো এফ-56এ রুপো জিতলেন যোগেশ কাঠুনিয়া ৷
শুরুটা তেমন ভাল হয়নি যোগেশের ৷ তবে খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়ান যোগেশ কাঠুনিয়া ৷ ষষ্ঠবারের চেষ্টায় 44.38 মিটার পর্যন্ত ছুঁড়ে সোনার পদক জেতার রাস্তা তৈরি করে নিয়েছিলেন যোগেশ ৷ কিন্তু, ব্রাজিলের ক্লাউদিনে বাতিস্তা প্রথমবারের চেষ্টায় 44.57 মিটার পর্যন্ত ছোড়েন ৷ ফলে, রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয় যোগেশকে ৷