পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Wrestlers Detain in Delhi: নয়া সংসদ ভবনে কুস্তিগীরদের মিছিলে বাধা পুলিশের, আটক সাক্ষী-ভীনেশ-সঙ্গীতা - রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়া

সুবিচারের দাবিতে নয়া সংসদ ভবনের দিকে মিছিল করে যাচ্ছিলেন কুস্তিগীররা ৷ যন্তর মন্তর থেকে সেই মিছিলের শুরুতেই আন্দোলকারীদের বাধা দিল পুলিশ ৷ এমনকী বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কুস্তিগীর বজরং পুনিয়া ৷ ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে গণতন্ত্রকে হত্যার অভিযোগ তুলেছেন তিনি ।

Wrestlers Detain in Delhi ETV BHARAT
Wrestlers Detain in Delhi

By

Published : May 28, 2023, 12:32 PM IST

Updated : May 28, 2023, 5:29 PM IST

কুস্তিগীরদের মিছিল ঘিরে দিল্লি রণক্ষেত্র দিল্লি

নয়াদিল্লি, 28 মে: আন্দোলনকারী কুস্তিগীরদের মিছিল আটকে দিল দিল্লি পুলিশ ৷ আজ যন্তর মন্তর থেকে মিছিল করে নয়া সংসদ ভবনে যাচ্ছিলেন সুবিচারের দাবিতে আন্দোলনকারী কুস্তিগীররা ৷ সাক্ষী মালিক, ভীনেশ ফোগত এবং সঙ্গীতা ফোগতকে আটক করা হয়েছে ৷ অভিযোগ তাঁদের জবরদস্তি বাসে তোলার সময় পোশাক ছিঁড়ে দেওয়া হয় ৷ মহিলা পুলিশের নখে আঁচড়ে আহত হয়েছেন পদ্মশ্রী সাক্ষী মালিক ৷ প্রতিবাদী কুস্তিগীরদের ডাকা 'মহিলা সম্মান মহাপঞ্চায়েত'-এর জন্য নয়া সংসদ ভবনের দিকে মিছিল করে যাচ্ছিলেন তাঁরা ৷

এ নিয়ে অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আজ +নতুন সংসদ ভবনের উদ্বোধন করছেন ৷ তবে সেই সঙ্গে দেশের গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে ৷ তিনি বলেন, ‘‘আমি প্রশাসনের কাছে আবেদন করছি, আমাদের লোকজনকে ছেড়ে দেওয়া হোক ৷ যাঁদের পুলিশ গ্রেফতার করেছে ৷’’ এ দিন যন্তর মন্তর থেকে বেরনোর পরেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয় ৷ সেখান থেকেই কয়েকজন কুস্তিগীর-সহ অনেককে পুলশি আটক করে নিয়ে গিয়েছে ৷

রবিবার সকালে যন্তর মন্তর থেকে পূর্ব ঘোষণা মতো, 'মহিলা সম্মান মহাপঞ্চায়েত'-এর মিছিল বের করা হয় ৷ যন্তর মন্তর থেকে সেই মিছিল নয়া সংসদ ভবন পর্যন্ত যাওয়ার কথা ছিল ৷ কিন্তু, মিছিল শুরু হতেই দিল্লি পুলিশের বাহিনী মিছিলে অংশ নেওয়া কুস্তিগীর এবং অন্যান্যদের বাধা দেয় ৷ পুলিশি বাধা পেরিয়ে মিছিল এগনোর চেষ্টা করতেই দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় ৷ ঘটনাকে ঘিরে সেখানে বেশ উত্তেজনা ছড়ায় বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:কুস্তিগীররা নারকো টেস্টে প্রস্তুত, ব্রিজভূষণের চ্যালেঞ্জ গ্রহণ বজরং পুনিয়ার

এই ঘটনা নিয়ে কুস্তিগীর বজরং পুনিয়ার বলেন, :আজ অবশ্যই মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হবে ৷ আমরা নিজেদের সম্মানের জন্য লড়াই করছি ৷ আজ নতুন সংসদ ভবনের উদ্বোধন করছেন ৷ কিন্তু, দেশের গণতন্ত্রকে হত্যা করে ৷ আমরা প্রশাসনের কাছে আবেদন করব, আমাদের লোকেদের ছেড়ে দেওয়া হোক ৷ যাদের পুলিশ আটক করেছে ৷’’

আরও পড়ুন:কুস্তিগীরদের সমর্থনে দেশ জুড়ে প্রতিবাদে ডিওয়াইএফআই, রাষ্ট্রপতির কাছেও আবেদন

উল্লেখ্য, রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে 6 মহিলা এবং 1 নাবালিকা কুস্তিগীরকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ৷ যে ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশ দিল্লি পুলিশ এফআইআর দায়ের করলেও, ব্রিজভূষণকে গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন কুস্তিগীরদের একটি অংশ ৷ তাঁদের দাবি, ব্রিজভূষণকে এখনই ফেডেরেশনের প্রেসিডেন্ট পদ থেকে সরাতে হবে ৷ এই দাবিতে গত 24 এপ্রিল থেকে যন্তর মন্তরে দ্বিতীয় দফায় লাগাতার অবস্থান বিক্ষোভ করছেন কুস্তিগীররা ৷

Last Updated : May 28, 2023, 5:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details