নয়াদিল্লি, 22 মে: আন্দোলনকারী কুস্তিগীররা সকলে নারকো টেস্ট দিতে প্রস্তুত ৷ ব্রিজভূষণ শরণ সিং'য়ের চ্যালেঞ্জ গ্রহণ করে একথা জানালেন অলিম্পিক পদক জয়ী কুস্তিগীর বজরং পুনিয়া ৷ কুস্তিগীররা আদৌ সত্যি বলছেন কী ? রবিবার এই প্রশ্ন তুলেছিলেন যৌন হেনস্তায় অভিযুক্ত ভারতের কুস্তি ফেডারেশনে প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং ৷ অভিযোগকারী কুস্তিগীরদের নারকো টেস্ট করানোর জন্য চ্যালেঞ্জ করেছিলেন তিনি ৷
সোমবার ব্রিজভূষণ শরণ সিং'য়ের চ্যালেঞ্জ গ্রহণ করে পালটা জবাব দিয়েছেন কুস্তিগীর বজরং পুনিয়া ৷ তিনি বলেন, ‘‘আমরা নারকো টেস্ট দিতে প্রস্তুত আছি ৷ তবে, সুপ্রিম কোর্টের নজরজারিতে তাঁকেও (ব্রিজভূষণ শরণ সিং) টেস্ট দিতে হবে ৷ আর পুরোটাই জাতীয় টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করতে হবে ৷’’ শুধু তাই নয়, ব্রিজভূষণ সিংকে কী কী প্রশ্ন করা হচ্ছে, তা সবার জানা উচিত বলে মনে করেন বজরং পুনিয়া ৷ তিনি প্রশ্ন তুলেছেন, শুধুমাত্র তিনি এবং ভীনেশ ফোগত কেন ? যে সাতজন ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, তাঁরাও প্রয়োজনে নারকো টেস্ট দেবেন ৷