নয়াদিল্লি, 12 অগস্ট : মড়ার উপর খাঁড়ার ঘা ! একেই টোকিয়ো থেকে খালি হাতে ফিরতে হয়েছে কুস্তিগীর ভিনেশ ফোগটকে ৷ তাঁর থেকে পদক জয়ের প্রবল আশা থাকলেও হতাশ করেছেন ৷ তার উপর দেশে ফিরতে না ফিরতেই আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের সাসপেনশনের মুখে পড়েছেন ৷ এই পরিস্থিতিতে নিজের জ্যাঠা এবং ছোটবেলার কোচ তথা 'দঙ্গল' খ্যাত মহাবীর ফোগটকেও পাশে পেলেন না ভিনেশ ৷ ডব্লিউএফআই-এর সিদ্ধান্তকে সমর্থন করেছেন মহাবীর ফোগট ৷
টোকিয়ো অলিম্পিকসে শৃঙ্খলাভঙ্গ, খারাপ আচরণের জন্য বিশ্ব কুস্তি ফেডারেশনের রোষের মুখে পড়েছেন ভিনেশ ৷ তিনটি ধারায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে ৷ অলিম্পিকসের আগে হাঙ্গেরিতে কোচ ওলার অ্যাকোসের সঙ্গে অনুশীলন সারেন ভিনেশ ৷ সেখান থেকেই টোকিয়ো যান ৷ কিন্তু তারপরই ঝামেলা বাঁধে ৷ করোনার ভয়ে গেমস ভিলেজে থাকতে অস্বীকার করেন তিনি ৷ এছাড়া দেশের স্পনসরের জার্সি বাদ দিয়ে নাইকির সিঙ্গলেট পরে বাউট লড়েন ৷