পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Vinesh Phogat : নির্বাসিত ভিনেশ, পাশে নেই ছোটবেলার কোচ মহাবীর ফোগটও

টোকিয়ো অলিম্পিকসে অভব্য আচরণের জন্য কুস্তিগীর ভিনেশ ফোগটকে সাময়িকভাবে নির্বাসিত করেছে আন্তর্জাতিক কুস্তি ফেডারেশন ৷ ডব্লিউএফআই-এর এই সিদ্ধান্তের পক্ষে তাঁর জ্যাঠা ও ছোটবেলার কোচ মহাবীর ফোগট ৷

Vinesh Phogat
Vinesh Phogat

By

Published : Aug 12, 2021, 12:02 PM IST

নয়াদিল্লি, 12 অগস্ট : মড়ার উপর খাঁড়ার ঘা ! একেই টোকিয়ো থেকে খালি হাতে ফিরতে হয়েছে কুস্তিগীর ভিনেশ ফোগটকে ৷ তাঁর থেকে পদক জয়ের প্রবল আশা থাকলেও হতাশ করেছেন ৷ তার উপর দেশে ফিরতে না ফিরতেই আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের সাসপেনশনের মুখে পড়েছেন ৷ এই পরিস্থিতিতে নিজের জ্যাঠা এবং ছোটবেলার কোচ তথা 'দঙ্গল' খ্যাত মহাবীর ফোগটকেও পাশে পেলেন না ভিনেশ ৷ ডব্লিউএফআই-এর সিদ্ধান্তকে সমর্থন করেছেন মহাবীর ফোগট ৷

টোকিয়ো অলিম্পিকসে শৃঙ্খলাভঙ্গ, খারাপ আচরণের জন্য বিশ্ব কুস্তি ফেডারেশনের রোষের মুখে পড়েছেন ভিনেশ ৷ তিনটি ধারায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে ৷ অলিম্পিকসের আগে হাঙ্গেরিতে কোচ ওলার অ্যাকোসের সঙ্গে অনুশীলন সারেন ভিনেশ ৷ সেখান থেকেই টোকিয়ো যান ৷ কিন্তু তারপরই ঝামেলা বাঁধে ৷ করোনার ভয়ে গেমস ভিলেজে থাকতে অস্বীকার করেন তিনি ৷ এছাড়া দেশের স্পনসরের জার্সি বাদ দিয়ে নাইকির সিঙ্গলেট পরে বাউট লড়েন ৷

বিষয়গুলি ভাল চোখে দেখেনি আন্তর্জাতিক কুস্তি ফেডারেশন ৷ সাময়িকভাবে ভিনেশ ফোগটকে নির্বাসিত করেছে তারা ৷ ডব্লিউএফআই জানিয়েছে, আপাতত জাতীয় বা ঘরোয়া কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না ভিনেশ ৷ 16 অগস্টের মধ্যে তাঁকে নির্বাসনের বিরুদ্ধে উত্তর দিতে হবে ৷ সেই উত্তর বিবেচনা করে সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক কুস্তি ফেডারেশন ৷

আরও পড়ুন : Neeraj Chopra : এক লাফে দুইয়ে, সোনার পরশে তরতর করে এগোচ্ছেন নীরজ

এদিকে ডব্লিউএফআই-এর এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কোচ মহাবীর ফোগট ৷ সম্পর্কে ভিনেশের জ্যাঠা মহাবীরের মতে, খেলাধুলোয় কোনওরকম শৃঙ্খলাভঙ্গ মেনে নেওয়া যায় না ৷ তিনি বলেন, "ভিনেশ বাউটের সময় অন্য কম্পানির টি শার্ট পরেছিল ৷ ফেডারেশন এটিকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখছে ৷ এই নির্বাসনে সবারই শিক্ষা হবে ৷ খেলাধুলোয় শৃঙ্খলাভঙ্গ মেনে নেওয়া যায় না ৷"

ABOUT THE AUTHOR

...view details