পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সুশীল কুমারের আগাম জামিনের আবেদন খারিজ - anticipatory bail petition dismissed

সুশীল কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল্লির রোহিনী আদালত ৷ কুস্তিগীর সাগর রানাকে হত্যার অভিযোগে সুশীল সহ মোট 7 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ ৷

wrestler-sushil-kumars-anticipatory-bail-petition-dismissed-by-rohini-court-of-delhi
সুশীল কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল আদালত

By

Published : May 18, 2021, 6:28 PM IST

নয়াদিল্লি, 18 মে : অলিম্পিক খেতাব জয়ী কুস্তিগীর সুশীল কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লির রোহিনী আদালত ৷ ছত্রলাল স্টেডিয়ামে কুস্তিগীর সাগর রানা হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত সুশীল কুমার ৷ সেই মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন সুশীল কুমার ৷ কিন্তু আদালত তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে ৷ আজ রোহিনী আদালতের বিচারক দু’পক্ষের বক্তব্য শোনার পর আগাম জামিনের আবেদন খারিজ করে দেন ৷

শুনানির সময় সুশীল কুমারের আইনজীবী সিদ্ধার্থ লুথরা জানান, কিছু বিষয়ে দিল্লি পুলিশকে প্রশ্ন করা হলে তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তাঁর কথায়, ঘটনাটি ঘটেছিল ৫ মে । কয়েকজন জানিয়েছিলেন, ছত্রশাল স্টেডিয়ামে ওই রাতে গুলি চলেছিল ৷ কিন্তু এফআইআরে উল্লেখ ছিল না কে গুলি চালিয়েছিল ৷ যেখানে বলা হয়েছে এই ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী নেই ৷

তবে পুলিশের আইনজীবী আদালতে জানিয়েছেন, মূল অভিযুক্ত এই হত্যার ঘটনায় ভাড়াটে খুনি ব্যবহার করেছে ৷ যার বিরুদ্ধে আগেও একাধিক হত্যার অভিযোগ রয়েছে ৷ এমন কি যে ব্যক্তি পুলিশে ফোন করে গুলি চালানোর খবর দিয়েছিল, তার বয়ান পুলিশ নিয়েছে ৷ খুব দ্রুত তা আদালতে পেশ করা হবে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে ৷

আরও পড়ুন : কুস্তিগীর খুনের মামলা, সুশীল কুমারের আগাম জামিনের আজ শুনানি

প্রসঙ্গত, মে মাসের পাঁচ তারিখ তরুণ কুস্তিগীর সাগর রানার মৃত্যুর পর থেকেই ফেরার দুই বারের অলিম্পিক্সে পদকজয়ী সুশীল ৷ তাঁর বিরুদ্ধে খুনের মামলা রজু করেছে দিল্লি পুলিশ ৷ ছত্রসাল স্টেডিয়ামে ঝামেলার ঘটনা ও সাগর রানার মৃত্যুর ঘটনায় সুশীল কুমার সহ 7 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে আদালত ৷ যদিও তার আগে সুশীলের বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করা হয় ৷ গ্রেফতারি থেকে বাঁচতে জামিনের আবেদন করেছিলেন সুশীল কুমার ৷ কিন্তু আদালত তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details