চণ্ডীগড়, 16 জুলাই: সঙ্গীতা ফোগত ৷ ফোগত সিস্টার্সের মধ্যে কনিষ্ঠা সদস্যা ৷ প্রাক্তন কুস্তিগীর মহাবীর সিং ফোগতের কনিষ্ঠ কন্যে বিয়ে করেছেন তাবড় কুস্তিগীর বজরং পুনিয়াকে ৷ কয়েকদিন আগে তাঁর নামটা বারবার সংবাদের শিরোনামে উঠে আসছিল ৷ দিল্লি পুলিশ কর্তৃক রাজধানীর রাস্তায় তাঁকে টেনে হিঁচড়ে জিপে তোলা হয়েছিল যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চ থেকে ৷ সেই দঙ্গলকন্যাই শনিবার আন্তর্জাতিক মঞ্চে দেশকে এনে দিলেন ব্রোঞ্জ পদক। প্রতিদ্বন্দ্বী ভিক্টোরিয়া বোরসোসকে হারিয়ে বিশ্ব ব়্যাংকিং সিরিজ ইভেন্টের 59 কেজি বিভাগে তৃতীয় স্থানে শেষ করলেন সঙ্গীতা। বিশ্ব ব়্যাঙ্কিং সিরিজে হাঙ্গেরিয়ান প্রতিপক্ষকে 6-2 ব্যবধানে হারালেন ভারতীয় কুস্তিগীর ৷
সম্প্রতি, জাতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণের বিরুদ্ধে প্রতিবাদে মূলত তাঁর নাম বারবার উঠে এসেছিল ৷ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ধরনায় নেমেছিলেন বজরং ও সঙ্গীতা। এরপর সম্প্রতি হাঙ্গেরিতে অনুষ্ঠিত বিশ্ব ব়্যাঙ্কিং সিরিজ ইভেন্টে অংশ নেন সঙ্গীতা। আমেরিকার জেনিফার পেজ রজার্সের বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট শুরু করেন তিনি। তবে তৃতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের কুস্তিগীর অলিভিয়া রেয়ানার বিরুদ্ধে 12-2 ব্যবধানে জিতে কামব্যাক করেন সঙ্গীতা।