উদয়পুর, 1 ডিসেম্বর: ফিফা বিশ্বকাপে ভারত নেই ৷ কিন্তু কাতারের উন্মাদনা দেশের প্রতিটি প্রান্তে ৷ তার নিদর্শন সবচেয়ে ছোট প্রতীকী ফিফা ট্রফি ৷ হ্যাঁ, এতটাই ছোট যে খালি চোখে ভালোভাবে দেখা যায় না । লেন্স লাগিয়ে দেখতে হবে ৷ এই ট্রফিটি বানিয়েছেন রাজস্থানের উদয়পুরের শিল্পী ইকবাল সাক্কা ৷ ফিফার এই রেপ্লিকার দৈর্ঘ্য মাত্র 1 মিলিমিটার ৷ ফিফার এই প্রতীকী ট্রফিটি পুরোটাই সোনার তৈরি (Worlds smallest replica of FIFA trophy made by India's Iqbal Sakka Sakka) ৷
ইটিভি ভারতের প্রতিনিধিকে ইকবাল জানালেন, দুনিয়া এখন কাতারে ফিফা বিশ্বকাপের দিকে তাকিয়ে ৷ ভারত এতে অংশ নিতে পারেনি ৷ কিন্তু দেশেও এ নিয়ে হইচই একেবারে তুঙ্গে ৷ ইকবালের ইচ্ছে, কাতারে ফিফা বিশ্বকাপে জয়ী দেশকে ট্রফির পাশাপাশি তাঁর বানানো সবচেয়ে ছোট মাপের সোনার এই ট্রফিটিও (FIFA World Cup Miniature Trophy) দেওয়া হোক ৷ এ নিয়ে তিনি একটি চিঠিও লিখে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ তিনি আরও জানান, ট্রফিটা এতটাই ক্ষুদ্র যে, কোনও বড় সাইজের সূচের ফুটোর মধ্যে দিয়ে সহজেই গলে যাবে ৷
তিন দিন লেগেছে এই প্রতীকী ট্রফিটা তৈরি করতে ৷ রীতিমতো চ্যালেঞ্জিং ছিল ব্যাপারটা ৷ আশ্চর্যজনকভাবে, সোনা ওজন করার মেশিনটিও এই ট্রফির ওজন জানাতে পারেনি ৷ তিনি ছোট থেকেই এ ধরনের মিনিয়েচার জিনিসপত্র বানাতে ভালোবাসেন, জানালেন ইকবাল ৷
আরও পড়ুন: লিফ আর্টে প্রিয় ফুটবলারদের সম্মান জ্ঞাপন আসানসোলের শিক্ষকের