হ্যাংঝাউ, 1 অক্টোবর: এশিয়ান গেমসে আবারও বাজিমাত করলেন মহিলা শুটাররা ৷ রবিবার মহিলাদের ট্র্যাপ শুটিং টিমের মণীষা কির, প্রীতি রজক আর রাজেশ্বরী কুমারী রুপো জিতলেন ৷ অন্যদিকে আজই ভারতীয় পুরুষ শুটার ট্র্যাপ টিম সোনা জিতেছে ৷ কেনিয়ান চেনাই, জোরাভার সিং, পৃথ্বীরাজ টোনডাইমান দেশের জন্য সোনার পদক জিতেছেন ৷
পাশাপাশি একই দিনে ইতিহাস গড়েছেন ভারতীয় গলফার অদিতি অশোক ৷ মহিলাদের গলফে রূপো জিতলেন তিনি ৷ এশিয়ান গেমসে তিনিই প্রথম ভারতীয় মহিলা গলফার হিসেবে কোনও বিভাগে পদক পেলেন ৷
হ্যাংঝাউ এশিয়াডে গলফে অদিতির শুরুটা কিন্তু রুদ্ধশ্বাস ছিল ৷ তৃতীয় রাউন্ডের শেষে সোনা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল ৷ কিন্তু শেষমেশ আর পারলেন না তিনি ৷ পরপর কয়েকটি খারাপ শট নেওয়ায় প্রথম স্থান পাওয়ার আশা শেষ হয়ে গিয়েছিল ৷ পরে দ্বিতীয় স্থানও হাতছাড়া হয় অদিতির ৷ থাইল্যান্ডে আর্পিচায়া ইয়াবোল মহিলাদের গলফে প্রথম স্থান অধিকার করেন ৷ সোনার পদকটি গিয়েছে তাঁর ঝুলিতে ৷ তবে একেবারে খালি হাতে ফিরতে হল না অদিতিকেও।