পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games 2023: মহিলাদের গলফে প্রথম পদক অদিতি অশোকের, শুটিংয়ে এল সোনা-রুপো - মহিলাদের শ্যুটিংয়ে

রবিবার এশিয়ান গেমসে ভারতের জন্য একরাশ গর্ব উপহার দিলেন মহিলারা ৷ একদিকে, ভারতীয় গলফে ইতিহাস তৈরি করেছেন অদিতি অশোক ৷ অন্যদিকে, মহিলাদের শুটিং দলও রূপো জিতেছে ৷

ETV Bharat
মহিলাদের শ্যুটিংয়ে রূপো এবং মহিলাদের গলফেও রূপো

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 11:49 AM IST

Updated : Oct 1, 2023, 2:11 PM IST

হ্যাংঝাউ, 1 অক্টোবর: এশিয়ান গেমসে আবারও বাজিমাত করলেন মহিলা শুটাররা ৷ রবিবার মহিলাদের ট্র্যাপ শুটিং টিমের মণীষা কির, প্রীতি রজক আর রাজেশ্বরী কুমারী রুপো জিতলেন ৷ অন্যদিকে আজই ভারতীয় পুরুষ শুটার ট্র্যাপ টিম সোনা জিতেছে ৷ কেনিয়ান চেনাই, জোরাভার সিং, পৃথ্বীরাজ টোনডাইমান দেশের জন্য সোনার পদক জিতেছেন ৷

পাশাপাশি একই দিনে ইতিহাস গড়েছেন ভারতীয় গলফার অদিতি অশোক ৷ মহিলাদের গলফে রূপো জিতলেন তিনি ৷ এশিয়ান গেমসে তিনিই প্রথম ভারতীয় মহিলা গলফার হিসেবে কোনও বিভাগে পদক পেলেন ৷

হ্যাংঝাউ এশিয়াডে গলফে অদিতির শুরুটা কিন্তু রুদ্ধশ্বাস ছিল ৷ তৃতীয় রাউন্ডের শেষে সোনা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল ৷ কিন্তু শেষমেশ আর পারলেন না তিনি ৷ পরপর কয়েকটি খারাপ শট নেওয়ায় প্রথম স্থান পাওয়ার আশা শেষ হয়ে গিয়েছিল ৷ পরে দ্বিতীয় স্থানও হাতছাড়া হয় অদিতির ৷ থাইল্যান্ডে আর্পিচায়া ইয়াবোল মহিলাদের গলফে প্রথম স্থান অধিকার করেন ৷ সোনার পদকটি গিয়েছে তাঁর ঝুলিতে ৷ তবে একেবারে খালি হাতে ফিরতে হল না অদিতিকেও।

2014 সালে ইনচেওন গেমসে অদিতি 21তম স্থান অধিকার করেছিলেন ৷ সেই জায়গা থেকে যে এশিয়ান গেমসে তাঁর পারফরম্যান্সের অভূতপূর্ব উন্নতি হয়েছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না ৷ প্রথম দিকে তাঁর খেলা দেখে অনেকেই ধরে নিয়েছিলেন সোনা জিতেই ফিরবেন ৷ কিন্তু শেষ মুহূর্তে কয়েকটা ছোটখাটো ভুলে সোনা পেলেন না।

তবে মহিলাদের গলফে প্রথম ভারতীয় হিসেবে পদক জিতলেন। রূপো নিয়েই খুশি থাকতে হল বেঙ্গালুরুর তরুণীকে ৷ বেঙ্গালুরুর মেয়ে অদিতি দু'বারের অলিম্পিয়াড ৷ মেয়েদের গলফে ভারত চতুর্থ স্থান পেয়েছে ৷ এর আগে লক্ষ্মণ সিং, শিব কাপুর, এবং রাজীব মেহতা গলফে পদক জিতেছেন ৷

আরও পড়ুন: টেবিল টেনিসে ইতিহাস গড়ে এশিয়াডের সেমিতে দুই বঙ্গতনয়া

Last Updated : Oct 1, 2023, 2:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details