হ্যাংঝাউ, 7 অক্টোবর: আজ ভারতের সোনার দিন ৷ ভারতের খেলার জগতে শনিবার দিনটি নানা কারণে বিশেষ হয়ে থাকবে। এশিয়াডে সোনা জিতে ইতিহাস গড়ল মেয়েদের কবাডি দল ৷ তারা প্রতিপক্ষ চিন তাইপেইকে পরাজিত করেছে ৷ অপরাজেয় দক্ষতা, অদম্য ধৈর্য, এবং দলের মধ্যে ঐক্য তাঁদের সাফল্যের চাবিকাঠি ৷ মেয়েদের কবাডি দলের সোনার পদক পাওয়ার সঙ্গে সঙ্গে ভারত হ্যাংঝাউ এশিয়ান গেমসে 100 তম পদকটি জিতল ৷ এর আগে কখনও এত সংখ্যক পদক আসেনি।
শনিবার চিন তাইপেই বনাম ভারতের কবাডি ম্যাচে প্রথম থেকেই টানটান উত্তেজনা ছিল ৷ চিন তাইপেই ভারতীয় কবাডি দলকে বেশ চাপেই রেখেছিল ৷ একটু এদিক ওদিক হলেই সোনা হাতছাড়া হয়ে যেত ৷ কিন্তু ভারতীয় দলের মেয়েরা খেলার শুরু থেকে শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রাখতে পেরেছিল ৷ এটা যে কোনও খেলায় সাফল্যের অন্যতম একটি রহস্য ৷