লন্ডন, 20 এপ্রিল : চলতি বছরে উইম্বলডন খেলা হবে না রাশিয়ার দানিল মেদভেদেভের ৷ ইউক্রেনের উপর রাশিয়ার ‘অযাচিত’ আক্রমণের জেরে অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে নেই কোনও রাশিয়ান খেলোয়াড় ৷ খেলতে পারবেন না বেলারুশের খেলোয়াড়রাও ৷ সবমিলিয়ে যুদ্ধের আবহে নিজেদের সিদ্ধান্তেই অনড় রইল যুক্তরাজ্য সরকার (Wimbledon Bans Russian Belarus players) ৷
আগেই সেদেশের ক্রীড়ামন্ত্রী নাইজেল হাডলস্টোন জানিয়েছিলেন, গতবারের যুক্তরাষ্ট্র ওপেন জয়ীকে ঘোষণা করতে হবে ইউক্রেনে মস্কোর এই আগ্রাসনের নীতির বিরোধী তিনি ৷ একইসঙ্গে তিনি যে ভ্লাদিমির পুতিনের ঘোর বিরোধী, তাও সদর্পে ঘোষণা করতে হবে ৷ তাহলেই দানিলের 2022 উইম্বলডনে খেলার ছাড়পত্রের বিষয়টি বিবেচনা করে দেখবে যুক্তরাজ্য সরকার ৷ একই নিয়ম প্রযোজ্য ছিল বাকি খেলোয়াড়দের ক্ষেত্রেও ৷