নয়াদিল্লি, 24 ডিসেম্বর:'পদ্মশ্রী ফেরত পেতে চান না, ন্যায়বিচার চাই'... বললেন বজরং পুনিয়া ৷ রবিবার কুস্তিগীর বজরং পুনিয়া জানান, বোনেদের সম্মানের চেয়ে কোনও পুরস্কার বড় নয়। আমরা দেশের হয়ে পদক জিতেছি। আমরা কমিটিতে রাজনীতি চাই না।" শুক্রবার সন্ধে নাগাদ অলিম্পিক পদকজয়ী বজরং পুনিয়া পদ্মশ্রী ফেরানোর সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে সংসদে যান তিনি। কিন্তু সেখানে যাওয়ার আগেই তাঁকে পুলিশ আটকায়। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি বজরং। পরে সংসদের সামনের রাস্তায় সেই পদক ফেলে দিয়ে আসেন ৷
এদিকে, আজই জাতীয় কুস্তি সংস্থার সদ্য নির্বাচিত কমিটিকে সাসপেন্ড করে দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। কিন্তু ভারতে কুস্তি প্রতিযোগিতা যাতে থেমে না-যায় তার জন্য উদ্যোগী তারা। ফলত ক্রীড়ামন্ত্রকের তরফে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থাকে (আইওএ) অনুরোধ করা হয়েছে একটি অ্যাড-হক কমিটি গঠন করে কুস্তি সংস্থার কাজকর্ম সামলানোর জন্য। আইওএ-কে একটি চিঠি লিখে ক্রীড়ামন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, কুস্তি সংস্থার নির্বাচনের পর তৈরি হওয়া পরিস্থিতির জেরে প্রশাসন চালানো এবং সংস্থার ভাবমূর্তি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এই মুহূর্তে তা সংশোধন করা এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার।