নয়াদিল্লি, 20 জানুয়ারি: রেসলিং ফেডারেশনের সভাপতি পদ ছাড়তে পারেন ব্রিজ ভূষণ সরণ ৷ তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ উঠেছে ৷ বুধবার, 18 জানুয়ারি থেকে লাগাতার অবস্থান বিক্ষোভে বসেছে দেশের সেরা কুস্তিগীররা ৷ বৃহস্পতিবার গভীর রাতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠক হয়েছে আন্দোলনকারী ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিকের মতো পদকজয়ী কুস্তিগীরদের ৷ তাতে কোনও সমাধান হয়নি ৷ তাঁদের দাবি, অবিলম্বে ইস্তফা দিন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ ৷ সবমিলিয়ে কুস্তিগীরদের বিতর্কে উত্তাল দেশ ৷ 22 জানুয়ারি ডব্লিউএফআই-এর বার্ষিক সাধারণ সভার বৈঠক হওয়ার কথা ৷ এই উত্তপ্ত পরিস্থিতিতে হয়তো সভা থেকেই ব্রিজ ভূষণ সরণ প্রধানের পদ ছেড়ে দিতে পারেন বলে মনে করছে কয়েকটি মহল । আজ বিকেল 4টের পর উত্তরপ্রদেশের রেসলিং প্রশিক্ষণ কেন্দ্রে (Wrestling Training Centre) সাংবাদিকদের মুখোমুখি হবেন ব্রিজ ভূষণ সরণ সিং ৷
আরও পড়ুন: তিন ঘণ্টার বৈঠকে বরফ গলেনি! আজ ফের অনুরাগ-কুস্তিগীর বৈঠকের সম্ভাবনা