ক্যালিফোর্নিয়া, 2 জুন: উত্তর ক্যালিফোর্নিয়ায় সাত দলের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ম্যাচ চলাকালীন মাঠ ছেড়ে উঠে গেলেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ফুটবলাররা ৷ অভিযোগ প্রতিপক্ষ ডালাস ইউনাইটেডের ফুটবলাররা তাঁদের উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন ৷ যার প্রতিবাদে মাঠ ছেড়ে উঠে যায় ইংলিশ প্রিমিয়র লিগের এই ক্লাব ৷ ওয়েস্ট হ্যামের দলের দায়িত্বে ছিলেন প্রাক্তন ফুটবলার টম স্কিনার ৷ পাশাপাশি, ক্লাবের হয়ে খেলতে নেমেছিলেন বেশ কয়েকজন প্রাক্তন ফুটবলার ৷ যেমন, অ্যান্তোন ফার্দিনান্দ, ম্যাট জার্ভিস এবং কার্লটন কোল ৷
ম্যাচ বাতিল হওয়ার আগে ডালাস ইউনাইটেড 2-0 গোলে এগিয়ে ছিল ওয়েস্ট হ্যাম ক্লাবের থেকে ৷ অভিযোগ উঠেছে, ম্যাচ চলাকালীন ওয়েস্ট হ্যামের ফুটবলার অ্যান্তোন ফার্দিনান্দ শুনতে পান, প্রতিপক্ষের তরফে কিছু বলা হচ্ছে ৷ তিনি ভালোভাবে শোনার চেষ্টা করেন ৷ অভিযোগ প্রতিপক্ষের তরফে তাঁদের উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হচ্ছিল ৷ তার পরেই ফুটবলাররা সিদ্ধান্ত নেন, তাঁরা এর প্রতিবাদ জানাবেন এবং মাঠ ছেড়ে বেরিয়ে যান ৷
এ নিয়ে ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের তরফে আয়োজকদের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ সেখানে ডালাস ইউনাইটেডের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ আনা হয়েছে ৷ বলা হয়েছে, ‘‘ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এবং ডালাস ইউনাইটেডের মধ্যে আয়োজিত ম্যাচের ফাইনাল মুহূর্তে যে ঘটনা ঘটেছে ৷ সেটি নিয়ে আমরা একটি তদন্ত করেছি ৷ আমরা সেই তদন্তের পর সিদ্ধান্তে পৌঁছেছি যে, ডালাস ইউনাইটেড টুর্নামেন্টের আচরণবিধি ভেঙেছে ৷
আরও পড়ুন:বর্ণবিদ্বেষের সমস্যা রয়েছে স্প্যানিশ লিগে, ভিনি জুনিয়রের ঘটনায় স্বীকারক্তি ফেডারেশনের
উল্লেখ্য, গত মাসে রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল প্রতিপক্ষ ভ্যালেন্সিয়ার দর্শক গ্যালারি থেকে ৷ যে ঘটনার পর শেষ লা লিগার শেষ দু’টি ম্যাচে কড়া নিরাপত্তায় সব ম্যাচের আয়োজন করা হয় ৷ এমনকি সেই ম্যাচে অভিযুক্ত সমর্থকদের আজীবন নির্বাসিত করার ব্যবস্থাও নিয়েছে ভ্যালেন্সিয়া ৷ স্প্যানিশ ফুটবল ফেডেরেশন বিবৃতি দিয়ে স্বীকার করেছিল যে, তাদের দেশে শিক্ষা ও ব্যবহারিক সমস্যা রয়েছে ৷ যার কারণে বর্ণবিদ্বেষের মতো ঘটনা ঘটে চলেছে ৷