পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

স্বাস্থ্যবিধি মেনে ডাল লেকে শুরু ওয়াটার স্পোর্টস - Dal Lake maintaining COVID-19 safety norms

শ্রীনগরের ডাল লেকে সাঁতার, ক্যানোইং ও কায়াকিং সহ বিভিন্ন ওয়াটার স্পোর্টস হয় । দীর্ঘ কোরোনা বিরতি কাটিয়ে ফের চেনা ছন্দে ফিরছে ডাল লেক ।

Dal Lake
Dal Lake

By

Published : Oct 30, 2020, 11:22 AM IST

শ্রীনগর (জম্মু ও কাশ্মীর) , 30 অক্টোবর : শ্রীনগরের ডাল লেকে ফের শুরু হল ওয়াটার স্পোর্টস । কোরোনা ভাইরাস সংক্রমণের সতর্কতায় ডাল লেকে ওয়াটার স্পোর্টস বন্ধ ছিল । পুনরায় কোরোনা-বিধি মেনে তা শুরু হল ।

কোরোনা ভাইরাসের সংক্রমণের জেরে মার্চ মাসে দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয় । সেই সময় অন্যান্য খেলার মতো ডাল লেকেও ওয়াটার স্পোর্টস বন্ধ হয়ে গেছিল । জুন মাস থেকে শুরু হয়েছে আনলক । ধীরে ধীরে বিভিন্ন খেলার আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে । তবে সবই স্বাস্থ্যবিধি মেনে ।

" দীর্ঘদিন পর আমরা আবার ডাল লেকে খেলার সুযোগ পেয়েছি । কোরোনার জেরে সব ধরনের খেলা বন্ধ হয়ে গেছিল । আমরা সবাই হতাশা হয়ে পড়েছিলাম । এখন রোয়িং, সাঁতার এবং অন্যান্য খেলা আবার শুরু হয়েছে । খেলার সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে । " বলেন স্থানীয় খেলোয়াড় মারিয়া জান ।

শ্রীনগরের ডাল লেকে সাঁতার, ক্যানোইং ও কায়াকিংসহ বিভিন্ন ওয়াটার স্পোর্টস হয় । দীর্ঘ কোরোনা বিরতি কাটিয়ে ফের চেনা ছন্দে ফিরছে ডাল লেক । ডাল লেকে সারা বছর অনেক পর্যটক আসেন । স্থানীয়দের পাশাপাশি তাঁরাও ওয়াটার স্পোর্টসে অংশ নেন । তাই ডাল লেকে ওয়াটার স্পোর্টস শুরু হওয়ায় পর্যটকরা আকর্ষিত হবেন বলে মনে করছে স্থানীয় কর্তৃপক্ষ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details