পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Neeraj Chopra: 'ওখানে সই করতে পারব না', তেরঙার সম্মান অক্ষুণ্ণ রেখে কুর্নিশ কুড়োলেন নীরজ - তেরঙাকে সম্মান

Neeraj Chopra's act involving national flag: একজন হাঙ্গেরিয়ান ভক্ত নীরজ চোপড়াকে ভারতীয় পতাকায় স্বাক্ষরের জন্য অনুরোধ করেছিলেন । কিন্তু নীরজ তা করেননি ৷ তিনি জানান, ওখানে তিনি সই করতে পারবেন না ৷ তেরঙার প্রতি এই সম্মান দেখিয়ে কুর্নিশ কুড়িয়েছেন জ্যাভলিন খেলোয়াড় ৷

Neeraj Chopra
নীরজ চোপড়া

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 7:32 PM IST

Updated : Aug 28, 2023, 11:05 PM IST

বুদাপেস্ট, 28 অগস্ট:বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করে দেশের নাম উজ্জ্বল করেছেন নীরজ চোপড়া ৷ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোনও ভারতীয়ের হাতে স্বর্ণপদক উঠল এই প্রথমবার । কোটি কোটি মানুষের মন জয় করেছেন এই তরুণ তুর্কি ৷ তবে শুধু খেলা নয়, অন্য একটি কারণেও এ দিন নেট নাগরিকদের কুর্নিশ কুড়োলেন নীরজ ৷

ঠিক কী ঘটেছে ?

বুদাপেস্ট চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রোতে সোনা জয়ের পর একজন হাঙ্গেরিয়ান ভক্ত ভারতীয় পতাকায় স্বাক্ষর করার জন্য অনুরোধ করেন নীরজ চোপড়ার কাছে । তবে তিনি তাতে রাজি হননি ৷ অত্যন্ত নম্রভাবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন জ্যাভলিন খেলোয়াড় ৷ তিনি বলেন, "ওয়াহাঁ নহি সাইন কর সক্তা (ওখানে সই করতে পারব না)"। দেশের জাতীয় পতাকার নিয়মাবলী পয়েন্ট 3.28 অনুসারে, "পতাকার উপরে কোনও প্রকার অক্ষর লেখা যাবে না ৷"

জাতীয় পতাকায় স্বাক্ষর না করলেও ওই ভক্তকে নিরাশ করেননি নীরজ চোপড়া ৷ তিনি হাঙ্গেরিয়ান মহিলা ভক্তের টি-শার্টের হাতায় স্বাক্ষর করে দেন ৷ সাংবাদিক জোনাথন সেলভারাজের তাঁর টুইটার পোস্টে এই খবর জানিয়েছেন ৷

আরও পড়ুন:ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সোনালি অধ্যায়, নীরজকে অভিনন্দন রাষ্ট্রপতির; শুভকামনা মোদি-মমতার

তার পর থেকেই সোশাল মিডিয়ায় একটি ছবি ঘুরছে, যেখানে দেখা যাচ্ছে যে নীরজ চোপড়া ডেস্কে একটি তেরঙাকে ধরে থাকা ভক্তের টি-শার্টে স্বাক্ষর করছেন । সোশাল মিডিয়ায় অনেকেই নীরজকে তেরঙায় স্বাক্ষর করার অনুরোধ প্রত্যাখ্যানের জন্য প্রশংসা করেছেন । একজন সোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, "নীরজ চোপড়ার জেসচার দুর্দান্ত ! একটি সত্যিকারের অনুপ্রেরণা, ভারতীয় পতাকার প্রতি তাঁর সম্মান প্রশংসনীয় ৷"

25 বছর বয়সি খেলোয়াড়ের এই জয় ভারতের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক । বিশ্ব চ্যাম্পিয়নশিপে যে কোনও ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে তিনি ভারতের প্রথম স্বর্ণপদক জয়ী হলেন । চোপড়া এখন অলিম্পিকে স্বর্ণপদক, ডায়মন্ড ট্রফি এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনার মতো বিশ্বব্যাপী পদকগুলির মালিক ৷

Last Updated : Aug 28, 2023, 11:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details