নয়াদিল্লি, 7 অগস্ট: দাবার বিশ্ব নিয়ামক সংস্থা 'ফাইড'(FIDE)-এর সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হলেন কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ(Viswanathan Anand becomes FIDE deputy president) ৷ বর্তমান সভাপতি আরকাদি ডভোরকোভিচ দ্বিতীয়বার সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন ৷ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ ডভোরকোভিচের দলেরই অংশ ছিলেন ৷ ডভোরকোভিচ তাঁর প্রতিদ্বন্দ্বী আন্দ্রি বারিশপোলেটের বিরুদ্ধে 157টি ভোট পেয়েছেন ৷ যেখানে বাতিল হয় 1টি ভোট এবং 5টি ভোট পড়েনি ৷
এক বর্ণময় কেরিয়ারে অগুনতি খেতাব এবং সম্মান জেতার পর চেন্নাইজাত কিংবদন্তি আনন্দ বর্তমানে প্রতিযোগিতায় অংশগ্রহণ কমিয়ে কোচিংয়ে মনোনিবেশ করেছেন ৷ আনন্দ কিশোর বয়সে খ্যাতি অর্জন করার পাশাপাশি বিশ্ব জুনিয়র শিরোপা জেতার পরে ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার হন ৷ তারপর থেকেই দাবায় বিশ্বস্তরে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি ৷
আরও পড়ুন :বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় সোনা 14 বছরের প্রজ্ঞানন্দর