পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Youth and Junior Boxing C'ships : এশিয়ান চ্যাম্পিয়নশিপে জয়জয়কার ভারতের যুব ও জুনিয়র বক্সারদের - এশিয়ান চ্যাম্পিয়নশিপে জয়জয়কার ভারতের যুব ও জুনিয়র বক্সারদের

জর্ডনে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ এবং জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপে 39টি পদক নিয়ে শেষ করল ভারতীয় দল (India end their campaign with 39 medals in Asian Youth and Junior Boxing Championships) ৷ যার মধ্যে 15টি সোনা, 10টি রুপো এবং 14টি ব্রোঞ্জ ৷

Asian Youth and Junior Boxing Championships
এশিয়ান চ্যাম্পিয়নশিপে জয়জয়কার ভারতের যুব ও জুনিয়র বক্সারদের

By

Published : Mar 15, 2022, 10:21 PM IST

আম্মান (জর্ডন), 15 মার্চ : শেষদিনেও ঘরে এল জোড়া সোনা (Vishwanath and Vanshaj strike gold on last day of the tournament) ৷ জর্ডনে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ এবং জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপে 39টি পদক নিয়ে শেষ করল ভারতীয় দল (India end their campaign with 39 medals in Asian Youth and Junior Boxing Championships) ৷ যার মধ্যে 15টি সোনা, 10টি রুপো এবং 14টি ব্রোঞ্জ ৷ এর মধ্যে টুর্নামেন্টের অন্তিমদিন যুব বিভাগে দেশকে সোনা এনে দিলেন বিশ্বনাথ সুরেশ এবং বংশাজ ৷

48 কেজি বিভাগের ফাইনালে কিরগিজস্তানের এরগেশভ বেকজাতকে হারিয়ে অন্তিমদিন সোনার পদক গলায় ঝোলালেন চেন্নাইয়ের বিশ্বনাথ ৷ পরবর্তীতে উজবেক প্রতিদ্বন্দ্বীকে স্প্লিট সিদ্ধান্তে পরাজিত করে 63.5 কেজি বিভাগে সোনা জেতেন বংশাজ ৷ গত বছর একই প্রতিযোগীতায় রুপো জিতেছিলেন বিশ্বনাথ এবং বংশাজ ৷

সাতটি সোনা সহযোগে 18টি পদক জিতে চ্যাম্পিয়নশিপে তৃতীয়স্থানে শেষ করে ভারতের যুব দল ৷ প্রথম এবং দ্বিতীয়স্থানে যথাক্রমে উজবেকিস্তান এবং কাজাখস্তান ৷ পক্ষান্তরে আটটি সোনা-সহ 21টি পদক জিতে জুনিয়র বিভাগে দ্বিতীয়স্থানে টুর্নামেন্ট ফিনিশ করে ভারতের জুনিয়ররা ৷

আরও পড়ুন : অলিম্পিক সোনাজয়ীকে হারিয়ে বিশ্ব ব়্যাংকিংয়ে বড়সড় লাফ লক্ষ্যর

জুনিয়র বিভাগে পদকতালিকার শীর্ষে শেষ করেছে উজবেকিস্তান ৷ গত সংস্করণে সমসংখ্যক পদক জিতলেও সোনা জয়ের নিরিখে গতবারের রেকর্ড ছাপিয়ে গেল ভারতীয় দল ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details