বার্মিংহ্যাম, 6 অগস্ট:কমনওয়েলথ গেমসের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ ভারতের মহিলা হকি দলের ৷ শ্যুট-আউটে অস্ট্রেলিয়ার কাছে 0-3 ব্যবধানে হেরে হৃদয় ভেঙেছে সবিতা পুনিয়াদের ৷ তবে ম্যাচের ফলাফলকে ছাপিয়ে শিরোনামে এখন শ্যুট-আউট বিতর্ক ৷ প্রথম প্রয়াসে রোসি মালোনে গোল করতে ব্যর্থ হলেও আম্পায়ারের বদান্যতায় পুনরায় সুযোগ পান তিনি ৷ দ্বিতীয় প্রচেষ্টায় অবশ্য জালে বল জড়াতে ভুল করেননি তিনি ৷ কিন্তু যে কারণে মিস করার পরেও পুনরায় সুযোগ পেলেন মালোনে, তা একেবারেই গ্রহণযোগ্য হয়নি অনুরাগীদের কাছে ৷ আর তা নিয়েই সরব প্রাক্তন হকি তারকা বীরেন রাসকুইনহা থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ ৷ পক্ষপাতিত্বের অভিযোগে সরব সকলেই (Virender Sehwag condemns FIH over umpiring bias in India-Australia SF at CWG) ৷
অস্ট্রেলিয়ার প্রথম শ্যুট-আউটের সময় নাকি ক্লক অপারেট করতেই ভুলে গিয়েছিলেন আম্পায়ার ৷ আর সে কারণেই মিস করেও পুনরায় সুযোগ পেয়ে যান মালোনে ৷ ম্যাচের পর বিতর্কের অভিঘাত এতোটাই যে, আন্তর্জাতিক হকি ফেডারেশেন ক্ষমা চেয়েও নিয়েছে গোটা বিষয়ে ৷ এমনকী বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে বলেও এক বিবৃতিতে আশ্বাস দিয়েছে এফআইএইচ ৷