নয়াদিল্লি, 26 ডিসেম্বর: নিজের পুরস্কার ফেরাচ্ছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী ভিনেশ ফোগত ৷ খেলরত্ন ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত তারকা কুস্তিগীর ভিনেশ ফোগত মঙ্গলবার প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভিনেশ। ওই চিঠিতে তিনি লিখেছেন, খেলরত্ন ও অর্জুন পুরস্কার তিনি ফিরিয়ে দিচ্ছেন ৷
দিন কয়েক আগে কুস্তি থেকে অবসর ঘোষণা করেছেন অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক ৷ তারপরেই তারকা রেসলার বজরং পুনিয়া তাঁর পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন ৷ এবার কুস্তিগীরদের এই সিদ্ধান্তে ভারতের রেসলিং ফেডারেশনের (ডব্লিউএফআই) বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-অনুগত সঞ্জয় সিং-এর নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ করে সরকারকে তাঁর খেলরত্ন এবং অর্জুন পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন ৷
কুস্তিগীর ভিনেশ ফোগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যে চিঠি দিয়েছেন তা এক্সে (টুইট) শেয়ারও করেছেন ৷ ভিনেশ লিখেছেন, "আমি আমার মেজর ধ্যানচাঁদ খেল রত্ন এবং অর্জুন পুরস্কার ফিরিয়ে দিচ্ছি ৷ তিনি জানিয়েছেন, কমনওয়েলথ ও এশিয়ান গেমসে সোনা জিতেছেন তিনি। তাঁর খেলার জন্য খেলরত্ন ও অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে তাঁকে। কিন্তু ভারতের কুস্তি সংস্থায় দুর্নীতি কমছে না। যে ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে এত দিন প্রতিবাদ করে তাঁকে গদি থেকে তাঁরা সরালেন সেই ব্রিজভূষণেরই ঘনিষ্ঠ সঞ্জয় সিং ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। তারই প্রতিবাদ হিসাবে নিজের দুই সম্মান ফিরিয়ে দিতে চাইছেন তিনি ৷