নয়াদিল্লি, 18 নভেম্বর: ভারতীয় ফুটবলে এবার বাস্তবায়িত হতে চলেছে ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি বা 'ভিএআর' ৷ 2025-26 মরশুমে ঘরোয়া ফুটবলে এই 'ভিএআর' নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ৷ সংবাদসংস্থা পিটিআই'য়ের খবর অনুযায়ী, শনিবার ফেডারেশনের সাধারণ সচিব এম সত্যনারায়ণ একথা জানিয়েছেন ৷ ভারতীয় ফুটবলের উন্নতিতে আরও একটি উদ্যোগ নেওয়ার কথা বলেছেন সাধারণ সচিব ৷ তিনি জানান, মঙ্গলবার ভুবনেশ্বরে আর্সেন ওয়েঙ্গার ফিফা এবং এআইএফএফ-এর যৌথ উদ্যোগে তৈরি ফুটবল অ্যাকাডেমির উদ্বোধন করবেন ৷
ফিফার গ্লোবাল ফুটবল ডেভলপমেন্ট বিভাগের চিফ পদে রয়েছেন প্রাক্তন আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার ৷ যিনি সম্প্রতি ভারতে এসেও ছিলেন, এদেশের ফুটবলের উন্নয়ন নিয়ে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে আলোচনাও হয় তাঁর ৷ ফের একবার তিনি ভারতে আসছেন ৷ আগামী মঙ্গলবার ভুবনেশ্বরে ফিফা এবং এআইএফএফ-এর যৌথ উদ্যোগে তৈরি ফুটবল অ্যাকাডেমির উদ্বোধন করবেন তিনি ৷ এই অ্যাকাডেমির উদ্বোধনকে ভারতীয় ফুটবলের উন্নতিতে 'জায়ান্ট স্টেপ' বা বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন তিনি ৷
এম সত্যনারায়ণ বলেন, ‘‘আমাদের প্রেসিডেন্ট (কল্যাণ চৌবে) জানিয়েছেন ভারতে এরকম আরও পাঁচটি অ্যাকাডেমি তৈরি হবে ৷ ভারতের মতো একটি দেশে ফিফার উদ্যোগে এমন অনেক অ্যাকাডেমি দরকার আমাদের ৷ তাই পাঁচটি অ্যাকাডেমি তৈরির ভাবনা খুবই ভালো ৷ আমরা চেষ্টা করছি এর মধ্যে একটি মেয়েদের ফুটবল অ্যাকাডেমি হিসেবে তৈরি করা ৷ এটা এখনও পর্যন্ত আগামী দু’বছরের একটি প্রজেক্ট হিসেবে ধরা হয়েছে ৷ যা তারপরেও চলতে থাকবে ৷ এই অ্যাকাডেমিগুলি থেকে কেমন প্রতিভা উঠে আসছে, তার উপর পরবর্তী সিদ্ধান্ত নেবে ফিফা ৷’’
অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে 'ভিএআর' প্রযুক্তি নিয়ে আসার ভাবনাচিন্তা শুরু করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ৷ এই প্রযুক্তি ব্যবহারের জন্য পরিকাঠামোগত উন্নতি প্রয়োজন ৷ মাঠের উন্নতি প্রয়োজন ৷ এমনকী প্রতিটি স্টেডিয়ামে সেই টেকনোলজি বসানোর মতো পরিকাঠামো তৈরি করাও সময় সাপেক্ষ ৷ তাই আগামী দু’বছরের মধ্যে সেই পরিকাঠামো তৈরি করে, ঘরোয়া টুর্নামেন্টে 'ভিএআর'-এর ব্যবহার করতে চাইছে ফেডারেশন ৷
আরও পড়ুন:
- 'বিশ্বাসভঙ্গে'র দায়ে বহিষ্কার এআইএফএফ সাধারণ সচিব শাজি প্রভাকরণ
- আরও দু’বছর বাড়ল চুক্তি, সুনীলদের হেডস্যর স্টিমাচই
- ভারতীয় স্ট্রাইকারের খোঁজে ঘরোয়া ফুটবলে বিদেশি খেলোয়াড়ে নিষেধাজ্ঞা ফেডারেশনের