জামাইকা, 25 অগাস্ট: দিন চারেক আগে নিজের 34তম জন্মদিন উপলক্ষ্যে জামাইকায় জাঁকজমক করে পার্টি দিয়েছিলেন ৷ প্যানডেমিকের মধ্যেও বন্ধুবান্ধবদের সঙ্গে চলেছিল দেদার মজা, হইহুল্লোড় ৷ তারপরই কোরোনায় আক্রান্ত হলেন কিংবদন্তি স্প্রিন্টার উসেইন বোল্ট ৷ জামাইকার সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে ৷ তার আগে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন বোল্ট ৷ সেই পার্টিতে ছিলেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার রাহিম স্টার্লিংও ৷
ভিডিয়োতে বোল্ট বলেছেন, "সকাল থেকেই সংবাদমাধ্যমে শুনছি আমি কোরোনা পজ়িটিভ ৷ গত শনিবার আমি কোরোনা পরীক্ষা করিয়েছিলাম ৷ আমার দেহে কোনও উপসর্গ ছিল না ৷ সুরক্ষার জন্য নিজেকে কোয়ারানটিন করে রেখেছি ৷" বোল্টের কোরোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে জামাইকার স্বাস্থ্যমন্ত্রকও ৷ চলতি বছরের মে মাসে বাবা হয়েছেন অলিম্পিকে আটবারের সোনাজয়ী এই স্প্রিন্টার ৷ তাই বোল্টের পাশাপাশি তাঁর মেয়েকে নিয়েও চিন্তিত অনুরাগীরা ৷ বিদ্যুৎমানবের সুস্থতা কামনার পাশাপাশি অনেকে আবার দায়িত্বশীল হওয়ার পরামর্শও দিয়েছেন ৷