ওয়াশিংটন, 7 ডিসেম্বর : শীতকালীন বেজিং অলিম্পিকস 2022 (Beijing Winter Olympics 2022) এর কূটনৈতিক বয়কটের ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ চিনের জিংজিয়াং প্রদেশে চলতে থাকা গণহত্যা এবং অপরাধের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানাতে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ এ নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পসাকি সোমবার একটি বিবৃতিতে জানিয়েছেন, বাইডেন প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে কোনও আধিকারিককে 2022’র শীতকালীন বেজিং অলিম্পিকসে পাঠাবে না (US Diplomatics Boycott of Beijing Winter Olympics) ৷
তবে, মার্কিন অ্যাথলিটরা বেজিংয়ে আয়োজিত শীতকালীন অলিম্পিকসে অংশ নিতে পারবেন ৷ তবে, সরকারের তরফে কোনও প্রশাসনিক আধিকারিককে সেখানে পাঠানো হবে না ৷ একটি আন্তর্জাতিক সংবাদ চ্যানেলের খবর অনুযায়ী, একই মার্কিন যুক্তরাষ্ট্র প্যারালিম্পিকসের ক্ষেত্রেও একই নীতি অবলম্বন করেছে ৷ ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, চিনের পশ্চিমাঞ্চলের জিংজিয়াং প্রদেশে নাগরিকদের সঙ্গে হওয়া অত্যাচারের প্রতিবাদ (Genocide and Crime in Xinjiang) হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে ৷