নয়াদিল্লি, 24 ডিসেম্বর: ভারতের কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত বোর্ডকে ঘিরে বিতর্ক ছিলই ৷ প্রেসিডেন্ট সঞ্জয় কুমার সিংয়ের নেতৃত্বাধীন বিতর্কিত বোর্ডকে এবার সাময়িকভাবে সাসপেন্ড করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ৷ সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, দায়িত্বগ্রহণ করেই সঞ্জয় সিং অনুর্ধ্ব-15 ও অনুর্ধ্ব-20 জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ আয়োজনের ঘোষণা করেছেন ৷ এক্ষেত্রে আগাম কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি ৷ এমনকি টুর্নামেন্ট সম্পর্কে খেলোয়াড়দের কাছে আগাম কোনও নোটিশ পাঠায়নি ফেডারেশন ৷ নিয়ম ভেঙে জাতীয় কুস্তি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা করায় ক্রীড়ামন্ত্রক নবনির্বাচিত বোর্ডকে সাসপেন্ড করেছে ৷
পিটিআই-এর খবর অনুযায়ী, ক্রীড়ামন্ত্রকের পরবর্তী নির্দেশিকা না আশা পর্যন্ত এই বোর্ড সাসপেনশনে থাকবে ৷ বোর্ডের সদস্যরা ফেডারেশনের কোনওরকম কাজ করতে পারবে না ৷ উল্লেখ্য, গত 21 ডিসেম্বর ভারতের কুস্তি ফেডারেশনের নির্বাচন হয় ৷ সেখানে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তায় অভিযুক্ত প্রাক্তন প্রেসিডেন্ট ব্রীজভূষণ শরণ সিংয়ের অনুগামী সঞ্জয় সিং এবং তাঁর প্যানেলের সদস্যরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন ৷ একক সংখ্যাগরিষ্ঠতা জিতে সঞ্জয় সিং ফেডারেশনের প্রেসিডেন্ট হন এবং বোর্ড গঠন করেন ৷
ক্রীড়ামন্ত্রকের এক আধিকারিককে উল্লেখ করে পিটিআই জানিয়েছে, ‘‘নবনির্বাচিত বোর্ড ভারতের কুস্তি ফেডারেশনের সংবিধান পালন করেনি ৷ আমরা ফেডারেশনকে পুরোপুরিভাবে বহিষ্কার করছি না ৷ তবে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সাসপেনশনে থাকবে এই বোর্ড ৷ তাদের পদ্ধতি ও নিয়ম মেনে চলতে হবে ৷’’ ক্রীড়ামন্ত্রকের ওই সূত্র সাময়িক সাসপেনশনের কারণ ব্যাখ্যাও করেছেন ৷