পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভারতের কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত বোর্ডকে সাময়িকভাবে সাসপেন্ড করল ক্রীড়ামন্ত্রক

Newly Elected Body of WFI is Suspend: কয়েকদিন আগেই নির্বাচনে জিতে ভারতের কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট হয়েছিলেন সঞ্জয় সিং ৷ সেই নবনির্বাচিত বোর্ডকে সাময়িকভাবে সাসপেন্ড করেছে ক্রীড়ামন্ত্রক ৷ কুস্তি ফেডারেশনের সংবিধান না মেনে কাজ করায় এই ব্যবস্থা বলে জানা গিয়েছে ৷

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 12:07 PM IST

Updated : Dec 24, 2023, 12:47 PM IST

ETV BHARAT
ETV BHARAT

নয়াদিল্লি, 24 ডিসেম্বর: ভারতের কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত বোর্ডকে ঘিরে বিতর্ক ছিলই ৷ প্রেসিডেন্ট সঞ্জয় কুমার সিংয়ের নেতৃত্বাধীন বিতর্কিত বোর্ডকে এবার সাময়িকভাবে সাসপেন্ড করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ৷ সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, দায়িত্বগ্রহণ করেই সঞ্জয় সিং অনুর্ধ্ব-15 ও অনুর্ধ্ব-20 জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ আয়োজনের ঘোষণা করেছেন ৷ এক্ষেত্রে আগাম কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি ৷ এমনকি টুর্নামেন্ট সম্পর্কে খেলোয়াড়দের কাছে আগাম কোনও নোটিশ পাঠায়নি ফেডারেশন ৷ নিয়ম ভেঙে জাতীয় কুস্তি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা করায় ক্রীড়ামন্ত্রক নবনির্বাচিত বোর্ডকে সাসপেন্ড করেছে ৷

পিটিআই-এর খবর অনুযায়ী, ক্রীড়ামন্ত্রকের পরবর্তী নির্দেশিকা না আশা পর্যন্ত এই বোর্ড সাসপেনশনে থাকবে ৷ বোর্ডের সদস্যরা ফেডারেশনের কোনওরকম কাজ করতে পারবে না ৷ উল্লেখ্য, গত 21 ডিসেম্বর ভারতের কুস্তি ফেডারেশনের নির্বাচন হয় ৷ সেখানে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তায় অভিযুক্ত প্রাক্তন প্রেসিডেন্ট ব্রীজভূষণ শরণ সিংয়ের অনুগামী সঞ্জয় সিং এবং তাঁর প্যানেলের সদস্যরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন ৷ একক সংখ্যাগরিষ্ঠতা জিতে সঞ্জয় সিং ফেডারেশনের প্রেসিডেন্ট হন এবং বোর্ড গঠন করেন ৷

ক্রীড়ামন্ত্রকের এক আধিকারিককে উল্লেখ করে পিটিআই জানিয়েছে, ‘‘নবনির্বাচিত বোর্ড ভারতের কুস্তি ফেডারেশনের সংবিধান পালন করেনি ৷ আমরা ফেডারেশনকে পুরোপুরিভাবে বহিষ্কার করছি না ৷ তবে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সাসপেনশনে থাকবে এই বোর্ড ৷ তাদের পদ্ধতি ও নিয়ম মেনে চলতে হবে ৷’’ ক্রীড়ামন্ত্রকের ওই সূত্র সাময়িক সাসপেনশনের কারণ ব্যাখ্যাও করেছেন ৷

ওই সূত্র জানিয়েছে, ‘‘গত 21 ডিসেম্বর 2023 সালে সঞ্জয় কুমার সিং ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন ৷ আর ওই দিনেই তিনি ঘোষণা করেন এ বছরের শেষে গোন্ডা জেলার নন্দিনীনগরে অনুর্ধ্ব-15 ও অনুর্ধ্ব-20 জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে ৷’’ ওই আধিকারিক এই ঘোষণাকে 'তাড়াহুড়ো' বলে উল্লেখ করেছেন ৷ তিনি বলেন, ‘‘এই সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া ৷ ফেডারেশনে উল্লিখিত সংবিধান না মেনে এবং টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের আগাম নোটিশ না দিয়েই এই ঘোষণা করা হয়েছে ৷’’

ক্রীড়ামন্ত্রক সূত্রের বক্তব্য, ‘‘ডব্লিউএফআই-এর সংবিধানের প্রস্তাবনার 3 (ই) ধারা অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির দ্বারা নির্ধারিত স্থানে ইউডব্লিউডব্লিউ-এর নিয়ম মেনে সিনিয়র, জুনিয়র ও সাব-জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপের আয়োজন করতে হবে ৷’’ কিন্তু, এক্ষেত্রে বোর্ড গঠনের পরেই অনুর্ধ্ব-15 ও অনুর্ধ্ব-20 জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপের ঘোষণা করে দেওয়া হয়েছে ৷ যা পুরোপুরি ফেডারেশন ও ইউডব্লিউডব্লিউ-এর নিয়মের বিপক্ষে ৷

আরও পড়ুন:

  1. 'এই নিয়ে যথেষ্ট বলেছি, আর নয়'; বজরংয়ের পদ্মশ্রী ফেরানো নিয়ে মুখ খুলতে নারাজ ক্রীড়ামন্ত্রী
  2. কষ্ট হলেও মেয়ের অবসর সঠিক, কঠিনতম সিদ্ধান্তে মা'কে পাশে পেলেন সাক্ষী
  3. 'আপনার বজরং, একজন অসম্মানিত কুস্তিগীর', পদ্মশ্রী ফিরিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি অলিম্পিকজয়ীর
Last Updated : Dec 24, 2023, 12:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details