বার্লিন (জার্মানি), 9 মার্চ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালে পৌঁছাল বায়ার্ন মিউনিখ ৷ বুধবার শেষ ষোলোর লড়াইয়ের সেকেন্ডে লেগে প্যারিস সেন্ট জার্মেইন বা পিএসজিকে 2-0 গোলে হারিয়ে (Bayern Munich beat PSG) তারা ইউরোপের ক্লাব ফুটবলের এই লিগে পরের ধাপে পৌঁছাল ৷ প্রথম লেগে জার্মান ক্লাবটি 1-0 তে জিতেছিল ৷ ফলে দুই ম্যাচ মিলিয়ে দুই দলের গোলের পার্থক্য 3-0 ৷ বুধবারের ম্যাচে বায়ার্নের হয়ে গোল করেন এরিক ম্যাক্সিম চৌপো-মোটিং ও সার্জ গ্যানাব্রির ৷
ফ্রান্সের এই ঐতিহ্যশালী ক্লাব পিএসজি ইদানীংকালে বেশি পরিচিত মেসি-এমবাপেদের জন্য৷ ম্যাচের শুরুতেই এমবাপে (Kylian Mbappe) ভয়ঙ্কর হয়ে উঠেছিল ৷ ম্যাচের দ্বিতীয় মিনিটেই বাঁদিক থেকে উঠে পরীক্ষার মুখে ফেলে দিয়েছিলেন বায়ার্নের গোলরক্ষক ইয়ান সোমারকে ৷ প্রতি আক্রমণে বায়ার্নও গোল করার পরিস্থিতি তৈরি করেছিল ৷ সেই পরিস্থিতিতে দু’দলই রক্ষণাত্মক পন্থা অবলম্বন করতে শুরু করে ৷
বায়ার্নের কাছে গোল করার প্রথম সুযোগ আসে 15 মিনিটে ৷ লিওন গোরেটজকার শট আটকে দেন পিএসজির গোলরক্ষক জিয়ানলুইগি ডোনারুমা ৷ 38 মিনিটে পালটা গোলের সুযোগ এসেছিল পিএসজির কাছে ৷ কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করতে তারা ব্যর্থ হয় ৷