পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

UEFA Champions League : 32 থেকে বেড়ে চ্যাম্পিয়ন্স লিগে এবার 36টি দল, বদলাচ্ছে ফর্ম্যাটও - UEFA approves changes to Champions League format from 2024 25

ইউরোপ সেরার ফুটবল প্রতিযোগিতা 32 থেকে 36 দলের হতে চলেছে 2024-25 মরশুম থেকে (UEFA approves changes to Champions League format from 2024-25) ৷ সরকারি বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার বিষয়টিতে সিলমোহর দেয় উয়েফা ৷

UEFA Champions League
32 থেকে বেড়ে চ্যাম্পিয়ন্স লিগে এবার 36টি দল, বদলাচ্ছে ফর্ম্যাটও

By

Published : May 11, 2022, 4:17 PM IST

নিয়ন, 11 মে : ইউরোপ সেরার ফুটবল প্রতিযোগীতাকে আরও রোমহর্ষক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করল ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি ৷ 2021-22 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগেই মঙ্গলবার নয়া সিদ্ধান্তে সিলমোহর দিল উয়েফা ৷ ইউরোপ সেরার ফুটবল প্রতিযোগিতা 32 থেকে 36 দলের হতে চলেছে 2024-25 মরশুম থেকে (UEFA approves changes to Champions League format from 2024-25) ৷ বদল আসছে লিগের ফর্ম্যাটেও ৷

সরকারি বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার বিষয়টিতে সিলমোহর দেয় উয়েফা ৷ উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন সেখানে লিখেছেন, "উয়েফা আজ দেখিয়ে দিল তারা খেলাধুলোর মৌলিক মূল্যবোধকে সম্মান জানাতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ ৷ পাশাপাশি একটি উন্মুক্ত প্রতিযোগিতার আদর্শ রক্ষার্থে মেধার ভিত্তিতে যোগ্যতা প্রদানে সচেষ্ট ৷ যা ইউরোপের স্পোর্টস মডেলকেই অনুসরণ করে ৷"

বর্তমানে গ্রুপ পর্বে হোম-অ্যাওয়ে ভিত্তিতে ছ'টি করে ম্যাচ খেলে অংশগ্রহণকারী প্রতিটি দল | কিন্তু 2024-25 থেকে নয়া নিয়মে অন্ততপক্ষে আটটি করে ম্যাচ খেলবে দলগুলো ৷ অর্থাৎ, গ্রুপ পর্বের পরিবর্তে চালু হবে রাউন্ড রবিন লিগ ৷ নয়া ফরম্যাটে শেষ ষোলোর জন্য প্রথম 8টি দল অটোমেটিক চয়েস ৷ এরপর লিগ টেবিলের 9 থেকে 24 স্থানীয় দল দু'টি লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আটটি স্থানের জন্য ৷ নক-আউট থেকে যদিও পুরনো প্রথাই অনুসরণ করা হবে ৷

আরও পড়ুন : আবেগে ইতি ! তিন দশক পর আলাদা হচ্ছে ফিফা-ইএ স্পোর্টস

4টি অতিরিক্ত ক্লাবের মধ্যে প্রথম দু'টি উয়েফার ক্রমতালিকার শীর্ষে থাকা দু'টি দেশের ঘরোয়া লিগ থেকে সুযোগ পাবে ৷ তৃতীয় দল হিসেবে জায়গা পাবে উয়েফার ক্রমতালিকায় পঞ্চম স্থানে থাকা ঘরোয়া লিগের একটি ক্লাব এবং চতুর্থ দল হিসেবে জায়গা করে নেবে ক্রমতালিকায় নীচের দিকে থাকা কোনও দেশের ঘরোয়া চ্যাম্পিয়নরা ৷ যারা পুরনো নিয়মে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ থেকে বঞ্চিত ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details