পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

East Bengal: একইদিনে জোড়া বিদেশির আগমন ইস্টবেঙ্গলে, লাল-হলুদ জার্সিতে এবার জেভিয়ার-ক্রেসপো

লাল-হলুদ শিবিরে দুই নতুন বিদেশি ফুটবলার ৷ সাউল ক্রেসপো এবং জেভিয়ার সিভিয়েরিও-র নাম ঘোষণা করে চমকে দিয়েছে ইষ্টবেঙ্গল ক্লাব ৷ ফ্রি ট্রান্সফার হিসেবে দুই স্প্যানিশ ফুটবলারকে ইস্টবেঙ্গল দলে নিয়েছে।

Etv Bharat
ইস্টবেঙ্গলে দুই নতুন বিদেশি ফুটবলার

By

Published : Jun 17, 2023, 4:08 PM IST

কলকাতা, 17 জুন: ফুটবলার চয়নে গত কয়েকবারের তুলনায় তারা যে অনেক বেশি প্রত্যয়ী, তা প্রথম তিনটি ঘোষণাতেই পরিষ্কার ছিল। নন্দকুমার, বোরহা হেরেরা, নিশুকুমারের পরে এবার লাল হলুদে একইদিনে জোড়া বিদেশি সাউল ক্রেসপো এবং জেভিয়ার সিভেরিওর আগমন ঘটল। জোড়া বিদেশির যোগদানের খবরের সঙ্গে ইস্টবেঙ্গল তাদের ছয় বিদেশির স্কোয়াডের চারজনকে নিশ্চিত করে ফেলল। ক্লেইটন সিলভা এবং বোরহা হেরেরার সঙ্গে নাম জুড়ল এই দুই বিদেশির।

ইভান গঞ্জালেসের সঙ্গে চুক্তি থাকলেও তাঁকে নতুন মরসুমে দলে রাখা হবে কি না, তা নিয়ে টানাপোড়েন চলছে। ইস্টবেঙ্গল তাঁকে রিলিজ দিতে চায়। চুক্তির টানাপোড়েনে জট খোলা সম্ভব হলে ইভান গঞ্জালেসকে বিদায় জানাবে লাল-হলুদ। তা না-হওয়া পর্যন্ত ইস্টবেঙ্গলে এখন পাঁচ বিদেশি ফুটবলার। তবে শনিবার দুপুরে ক্রেসপো এবং জেভিয়ার সিভেরিও'র নাম ঘোষণা করে লাল-হলুদ রিক্রুটাররা কিছুটা চমক দিলেন বলা যায়।

ফ্রি ট্রান্সফার হিসেবে দুই স্প্যানিশ ফুটবলারকে ইস্টবেঙ্গল দলে নিয়েছে। হায়দরাবাদ এফসির হয়ে 25 বছরের সিভেরিওর আইএসএল ট্রফি জয়ের অভিজ্ঞতা রয়েছে। লা পামাসের অ্যাকাডেমিতে ফুটবল স্নাতক জেভিয়ার সিভিয়েরিও প্রথম ক্লাব লা পামাসের বি দল। 2021-22 মরশুমে প্রথমবার আইএসএলে খেলতে আসেন। সেবার হায়দরাবাদ এফসির হয়ে আইএসএল ট্রফি জয়ের কৃতিত্ব দেখান। গত মরশুমে 9টি গোল করার কৃতিত্ব রয়েছে স্প্যানিয়ার্ডের। নতুন মরশুমে লাল-হলুদ জার্সিতে সই করে স্ট্রাইকার জেভিয়ার সিভেরিও বলেছেন, "শতাব্দী প্রাচীন ক্লাবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি গর্বিত। ভারত বিরাট দেশ। আমি খুশি আইএসএল যাত্রা অব্যাহত রাখতে পেরে। কোচ কার্লোস কুয়াদ্রাতের ফুটবল দর্শনের সঙ্গে আমি পরিচিত। লাল-হলুদ সমর্থকের আস্থা অর্জনই আমার লক্ষ্য। জানি ওরা ওদের প্রিয় দলের জন্য কতটা আবেগপ্রবণ।"

অন্যদিকে ওড়িশা এফসি থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়ে খুশি মিডফিল্ডার সাউল ক্রেসপো। 26 বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডারের আইএসএল-এ 3টি গোল করার কৃতিত্ব রয়েছে। নতুন মরশুমে নতুন দলে যোগ দিয়ে ক্রেসপো বলেছেন, "আমি যখন জানতে পেরেছিলাম ইস্টবেঙ্গল আমার ব্যাপারে আগ্রহী, তখন আর দ্বিধা করিনি। দেশের অন্যতম বড় ক্লাব যার বিরাট সমর্থককুল রয়েছে। আমি গতবছরের ডার্বি দেখেছি এবং দেখে অভিভূত। আমি ডার্বিতে খেলতে চাই। শুধু ডার্বি নয়, যত বেশি সংখ্যক ম্যাচ খেলাই লক্ষ্য থাকবে আমার।"

আরও পড়ুন: প্রীতমকে প্রস্তাব কেরালার, মেরিনার্স ছাড়তে পারেন হুগো-কাউকো

বোরহা হেরেরার পরে জেভিয়ার সিভিয়েরিও, সাউল ক্রেসপোর যোগদানকে স্বাগত জানিয়েছেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। জোড়া স্প্যানিশ ফুটবলারের যোগদান নিয়ে তিনি বলেছেন, "সিভেরিও ভারতে পা দেওয়ার পর থেকেই নিজেকে সেরা গোলস্কোরার হিসেবে প্রমাণ করেছে। আইএসএলের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছেন। আশা করব ওর যোগদান দলের আক্রমণে শক্তি বাড়াবে। অন্যদিকে ক্রেসপো জানে আইএসএলের প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে। ওড়িশার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আশা করব এবারও একই ভূমিকায় সফল হবে।"

ABOUT THE AUTHOR

...view details