কলকাতা, 11 মে : সঞ্জীব গোয়েঙ্কা, শ্যামল সেন-সহ একাধিক সম্ভাব্য নাম নিয়ে চলছিল জল্পনা ৷ সেই জল্পনায় ইতি টেনে মোহনবাগানের নয়া সভাপতির নাম ঘোষণা হল বুধবার ৷ সবুজ-মেরুনে সভাপতির হটসিটে পুনর্নির্বাচিত করা হল টুটু (স্বপনসাধন) বসুকে ৷ কার্যকরী কমিটির বৈঠক শেষে ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন করে ক্লাবের নয়া সভাপতির নাম ঘোষণা করেন সচিব দেবাশিস দত্ত ৷ একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্বকে কমিটিতে নিয়ে আসায় নয়া সচিব দেবাশিস দত্ত চক্ষুশূল হয়ে উঠছিলেন অনেকেরই ৷ তবে খানিকটা অবাক করেই দীর্ঘ টালবাহানার পরে ক্লাবের মহীরুহ টুটু বসুকেই ফের সভাপতি হিসেবে নির্বাচন করল নয়া কমিটি (Tutu Basu re-elected as president of Mohun Bagan Club)।
টুটু বসুকেই যদি সভাপতি করা হবে, তবে এতদিন সময় লাগল কেন ? প্রশ্নের উত্তরে দেবাশিস দত্ত জানিয়েছেন, "মোহনবাগানের সভ্য-সমর্থকদের মধ্যে অনেকেই ক্লাবের সভাপতি হওয়ার যোগ্য। সেই কারণে সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে সময় লেগেছে।" কার্যকরী সমিতি সিদ্ধান্ত নিতে দেরি করায় ক্লাবের বার্ষিক সাধারণ সভাতেও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন না কেউ ৷ যদিও সেখানেই সচিব ঘোষণা করেছিলেন দ্রুত সভাপতির নাম ঘোষণা করা হবে। বয়সজনিত কারণে টুটু বসুকে সভাপতি নির্বাচন করা নিয়ে আপত্তি ছিল অনেকেরই। তবে সেই আপত্তিকে উপেক্ষা করেই এদিন ঘোষিত হল নয়া সভাপতির নাম ৷