পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Mohun Bagan President : টুটু বসুই ফের বাগানে সভাপতির হটসিটে - Mohun Bagan President

একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্বকে কমিটিতে নিয়ে আসায় নয়া সচিব দেবাশিস দত্ত চক্ষুশূল হয়ে উঠছিলেন অনেকেরই ৷ তবে খানিকটা অবাক করেই দীর্ঘ টালবাহানার পরে ক্লাবের মহীরুহ টুটু বসুকেই ফের সভাপতি হিসেবে নির্বাচন করল নয়া কমিটি (Tutu Basu re elected as president of Mohun Bagan Club)।

Mohun Bagan
টুটু বসুই ফের বাগানে সভাপতির হটসিটে

By

Published : May 11, 2022, 7:16 PM IST

Updated : May 11, 2022, 10:22 PM IST

কলকাতা, 11 মে : সঞ্জীব গোয়েঙ্কা, শ্যামল সেন-সহ একাধিক সম্ভাব্য নাম নিয়ে চলছিল জল্পনা ৷ সেই জল্পনায় ইতি টেনে মোহনবাগানের নয়া সভাপতির নাম ঘোষণা হল বুধবার ৷ সবুজ-মেরুনে সভাপতির হটসিটে পুনর্নির্বাচিত করা হল টুটু (স্বপনসাধন) বসুকে ৷ কার্যকরী কমিটির বৈঠক শেষে ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন করে ক্লাবের নয়া সভাপতির নাম ঘোষণা করেন সচিব দেবাশিস দত্ত ৷ একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্বকে কমিটিতে নিয়ে আসায় নয়া সচিব দেবাশিস দত্ত চক্ষুশূল হয়ে উঠছিলেন অনেকেরই ৷ তবে খানিকটা অবাক করেই দীর্ঘ টালবাহানার পরে ক্লাবের মহীরুহ টুটু বসুকেই ফের সভাপতি হিসেবে নির্বাচন করল নয়া কমিটি (Tutu Basu re-elected as president of Mohun Bagan Club)।

টুটু বসুকেই যদি সভাপতি করা হবে, তবে এতদিন সময় লাগল কেন ? প্রশ্নের উত্তরে দেবাশিস দত্ত জানিয়েছেন, "মোহনবাগানের সভ্য-সমর্থকদের মধ্যে অনেকেই ক্লাবের সভাপতি হওয়ার যোগ্য। সেই কারণে সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে সময় লেগেছে।" কার্যকরী সমিতি সিদ্ধান্ত নিতে দেরি করায় ক্লাবের বার্ষিক সাধারণ সভাতেও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন না কেউ ৷ যদিও সেখানেই সচিব ঘোষণা করেছিলেন দ্রুত সভাপতির নাম ঘোষণা করা হবে। বয়সজনিত কারণে টুটু বসুকে সভাপতি নির্বাচন করা নিয়ে আপত্তি ছিল অনেকেরই। তবে সেই আপত্তিকে উপেক্ষা করেই এদিন ঘোষিত হল নয়া সভাপতির নাম ৷

টুটু বসুকে পুনরায় নির্বাচিত করার দিনেই সচিব দেবাশিষ দত্ত জানান, এবার থেকে 15 বছরের সদস্য হলেই তিনি ক্লাবের সভাপতি হতে পারবেন। আগে যেখানে সভাপতি হতে গেলে 20 বছরের সদস্যপদ আবশ্যিক ছিল ৷ মোহনবাগান সচিব এদিন বলেন, "উনি (টুটু বসু) অসুস্থ তা আমি বলিনি। শুধু বলেছি বয়সজনিত কারণে তিনি আগের মত ছোটাছুটি করতে পারেন না। নব্বইয়ের দশকের টুটু দা আর আজকের টুটু দা তো এক নয় ৷ দয়া করে আমার বক্তব্যের ভুল মানে করবেন না।" ক্লাবের সহ-সভাপতি শৌমিক বসু জানিয়েছেন, টুটু বসুর অবদান নিয়ে প্রশ্ন তোলার অবকাশ ছিল না। তাই এই নির্বাচন যথার্থ।

সাংবাদিক সম্মেলনে সচিব দেবাশিস দত্ত

আরও পড়ুন :32 থেকে বেড়ে চ্যাম্পিয়ন্স লিগে এবার 36টি দল, বদলাচ্ছে ফর্ম্যাটও

যদিও মোহনবাগানের আগে 'এটিকে' নাম সরানোর ব্যাপারে প্রশ্ন করা হলে তা কৌশলে এড়িয়ে যান দেবাশিস। তিনি বলেন, '"ওটা কোম্পানির বিষয়, আর এই সভা ছিল মোহনবাগানকে নিয়ে। তাই এই ব্যাপারে এখানে কথা বলা ঠিক হবে না।"এছাড়াও ক্লাবের অ্যাথলেটিক্স বিভাগের সঙ্গে যুক্ত হলেন অলিম্পিয়ান সোমা বিশ্বাস।

Last Updated : May 11, 2022, 10:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details