পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Manika Batra: মণিকার ম্যাচ গড়াপেটা অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন - match-fixing

জাতীয় কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়ার অভিযোগ করেছেন মণিকা । যা নিয়ে তোলপাড় ভারতীয় টেবিল টেনিস জগৎ। ফলে বিষয়টির নিষ্পত্তি কোন পথে তা ঠিক করতে ফেডারেশনের কার্যকরী কমিটি আলোচনায় বসেছিল।

Manika Batra
মণিকা'র ম্যাচ গড়াপেটা অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

By

Published : Sep 11, 2021, 10:53 PM IST

নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর: মণিকা বাত্রা বনাম সৌম্যদীপ রায় বিতর্কের ফয়সালা করতে পাঁচ সদস্যের কমিটি গড়ল টেবিল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়া। শনিবার এই খবর জানিয়েছেন, ফেডারেশন সচিব অরুণ বন্দ্যোপাধ্যায় ৷ স্মরণকালে ভারতীয় টেবিল টেনিসের সবচেয়ে বড় বিতর্কিত অভিযোগ করেছেন অলিম্পিয়ান মনিকা বাত্রা।

জাতীয় কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়ার অভিযোগ করেছেন মণিকা । যা নিয়ে তোলপাড় ভারতীয় টেবিল টেনিস জগৎ। ফলে বিষয়টির নিষ্পত্তি কোন পথে তা ঠিক করতে ফেডারেশনের কার্যকরী কমিটি আলোচনায় বসেছিল। সেখানেই পাঁচ সদস্যের কমিটি গঠন করে বিতর্কের ফয়সালা করার ভার দেওয়া হয়েছে। চিরঞ্জিত চৌধুরী কমিটির প্রেসিডেন্ট এবং অরুণ বন্দ্যোপাধ্যায় কমিটির আহ্বায়ক। পাচ সদস্যের কমিটি ছয় সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট ফেডারেশনের কাছে জমা দেবে। সেই রিপোর্টের ভিত্তিতেই যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।

টিটিএফআই-এর সচিব অরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী 15 সেপ্টেম্বর আমরা এশিয়ান চ্যাম্পিয়নশীপের জন্য দল ঘোষণা করব। পুনেতে ভারতীয় দলের শিবিরে মণিকা বাত্রাকে যোগ দিতে আগেই বারণ করা হয়েছিল। তা বহাল থাকছে ৷" ছয় সপ্তাহের মধ্যে কমিটির রিপোর্ট জমা পড়বে। তার মধ্যে এশিয়ান চ্যাম্পিয়নশীপের দল নির্বাচন। সেই নির্বাচনে মনিকা বাত্রার নাম বিবেচনা করা হবে কি না, তা নিয়ে কোনও উত্তর মেলেনি। সুতীর্থা মুখোপাধ্যায়ের নাম এই বিতর্কে জড়িয়ে গিয়েছে। এই অবস্থায় তাঁর নামও বিবেচিত হবে কি না, সেটাও দেখার।

আরও পড়ুন :ম্যান ইউ জার্সিতে দ্বিতীয় অভিষেকেই জোড়া গোল রোনাল্ডোর

অলিম্পিকসের পর খেলোয়াড়দের পুনের ভারতীয় শিবিরে যোগ দিতে বলা হয়েছিল। তা সত্ত্বেও মণিকা পুনেতে থেকেও কেন জাতীয় শিবিরে যোগ দেননি তা বিস্ময়ের। সমস্যার হাল খুঁজতে দিল্লিতে ডেকে মনিকা এবং সৌম্যদীপকে জিজ্ঞাসা করতে পারে পাঁচ সদস্যের কমিটি। অথবা সেই জিজ্ঞাসাবাদের বৈঠক ভার্চুয়ালি হতে পারে। এখন দেখার কমিটির রিপোর্ট থেকে কী বেরিয়ে আসে। তারপর ফেডারেশন কী সিদ্ধান্ত নেয়। প্রসঙ্গত মনিকা বাত্রা আগেই টিটিএফআই-এর শোকজের জবাব দিতে গিয়ে সৌম্যদীপের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তাঁর বিস্ফোরকের অভিযোগের ভিত্তিতে টিটিএফআই সৌম্যদীপের কাছে জানতে চেয়েছিল। সেই অভিযোগের জবাব সাতদিনের মধ্যে দিয়েছেন সৌম্যদীপ।

ABOUT THE AUTHOR

...view details