পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Crisis in Tottenham: লজ্জাজনক হারের পর অন্তর্বর্তীকালীন কোচ স্তেলিনিকে বরখাস্ত করল টটেনহ্যাম - রেয়ান মাসন

বরখাস্ত করা হল টটেনহ্যামের অন্তর্বর্তীকালীন কোচ ক্রিশ্চিয়ান স্তেলিনিকে ৷ নিউক্যাসেল ইউনাইটেডের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ ৷

Crisis in Tottenham Hotspur ETV BHARAT
Crisis in Tottenham Hotspur

By

Published : Apr 25, 2023, 11:44 AM IST

টটেনহ্যাম, 25 এপ্রিল: গত রবিবার নিউক্যাসেল ইউনাইটেডের বিরুদ্ধে লজ্জাজনক 6-1 গোলে হেরেছে টটনেহ্যাম হটস্পার ৷ যার পর মঙ্গলবার টটনেহ্যামের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে থাকা ক্রিশ্চিয়ান স্তেলিনিকে বরখাস্ত করল ইংলিশ প্রিমিয়র লিগের এই ক্লাব ৷ এ নিয়ে টটেনহ্যাম ক্লাবের তরফে একটি অফিসিয়াল বিবৃতি জারি করা হয়েছে ৷ সেখানেই ইতালিয়ান কোচ ক্রিশ্চিয়ান স্তেলিনিকে বরখাস্ত করার বিষয়টি জানিয়েছে কর্তৃপক্ষ ৷ সেই সঙ্গে রেয়ান মাসনকে দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ নিউক্যাসেলের বিরুদ্ধে রবিবারের পারফরম্যান্স কোনও মতেই মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করেছে ক্লাব ৷

টটেনহ্যাম হটস্পারের প্রেসিডেন্টের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘‘নিউক্যাসেলের বিরুদ্ধে রবিবারের পারফরম্যান্স কখনই মেনে নেওয়া যায় না ৷ সেই হার দেখার পর বিধ্বস্ত লাগছে ৷ কেন এই ফলাফল হয়েছে, তার একাধিক কারণ আমরা দেখতে পাচ্ছি ৷ এই হারের দায় আমার, বোর্ডের এবং কোচিং স্টাফ সকলকে একসঙ্গে নিতে হবে ৷ তবে, শেষ পর্যন্ত সব দায়িত্ব আমার ৷ ক্রিশ্চিয়ান এই মুহূর্ত থেকে তাঁর পুরো কোচিং স্টাফ-সহ ক্লাবের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন ৷’’ উল্লেখ্য, এ বছর টটেনহ্যাম হটস্পারের কঠিন সময় দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি ৷

টটেনহ্যাম হটস্পারের তরফে বলা হয়েছে, মরশুমের যে সময় ক্রিশ্চিয়ান স্তেলিনি দায়িত্ব নিয়েছিলেন, তখন ক্লাব সংকটে ছিল ৷ সেখান থেকে তিনি এবং তাঁর কোচিং স্টাফ নিজেদের সাধ্য মতো চেষ্টা করেছিলেন ৷ তাই পেশাদার মনোভাব রেখেই তাঁদের বিদায় জানানো হচ্ছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে ৷ পাশাপাশি, রেয়ান মাসনকে দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ তিনি দীর্ঘদিন টটেনহ্যামের সঙ্গে রয়েছেন ৷ এমনকি ক্লাবের ফুটবলারদের সঙ্গেও তিনি পরিচিত ৷ তাই তাঁকেই আপাতত দলের দায়িত্ব দিয়েছে কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন:চ্যাম্পিয়নস লিগের সেমিতে মিলান ডার্বি, সিটির সামনে বদলার সুযোগ

সেই সঙ্গে বাকি কোচিং স্টাফের দায়িত্বে কাদের আনা হবে, সে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ক্লাবটি ৷ এমনকি প্লেয়ার কমিটির সঙ্গেও ক্লাব আধিকারিকরা কথা বলেছে ৷ সেখানে পুরো স্কোয়াড জানিয়েছে, তাঁরা যে কোনও উপায়ে ক্লাবের পারফর্ম্যান্সকে তুলে ধরতে প্রস্তুত রয়েছে ৷ তবে, গত 2 মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার টটেনহ্যাম হটস্পার ক্লাবের ম্যানেজার বদল করা হল ৷ এর আগে গত 27 মার্চ আন্তেনিয়ো কন্তে এবং টটেনহ্যাম কর্তৃপক্ষ পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে সম্পর্ক ছিন্ন করেছিল ৷ এবার সেই তালিকায় জুড়লেন ক্রিশ্চিয়ান স্তেলিনি ৷

ABOUT THE AUTHOR

...view details