কলকাতা, 12 মার্চ: আইএসএল 2022-23 মরশুম তার শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছে ৷ আজ থেকে শুরু হচ্ছে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ ৷ যেখানে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি এবং মুম্বই সিটি এফসি ৷ আর আগামিকাল সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান এবং হায়দরাবাদ এফসি ৷ এই শেষ পর্যায়ে এসে আইএসএল-এর এই মরশুমের সেরা গোলকিপারদের তালিকায় প্রথম পাঁচজনের মধ্যে রয়েছেন এটিকে মোহনবাগানের বিশাল কাইথ (Race to Golden Glove in ISL) ৷ মুম্বই সিটি এফসি'র ফুরবা লাচেনপা, বেঙ্গালুরু এফসি'র গুরপ্রীত সিং সান্ধু, হায়দরাবাদ এফসি'র গুরমীত সিং এবং কেরালা ব্লাস্টার্স এফসি'র প্রভসুখান গিল (Top 5 Goalkeepers in Race to Golden Glove) ৷
বিশাল কাইথ (এটিকে মোহনবাগান)
এবারের আইএসএল-এ বেশকিছু অসাধারণ গোল সেভ করেছেন এটিকে মোহনবাগানের তেকাঠির নিচে ৷ 22টি ম্যাচ খেলেছেন বিশাল কাইথ ৷ যার মধ্যে 11টি ম্যাচে ক্লিনশিট ছিল তাঁর ৷ অর্থাৎ, 50 শতাংশ ম্যাচে ক্লিনশিট ৷ আর এই দুর্দান্ত পারফরম্যান্সের জেরে আইএসএল গোল্ডেন গ্লাভস জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন বিশাল কাইথ ৷ টুর্নামেন্টে 64টি গোল বাঁচিয়েছেন এবং 17টি গোল খেয়েছেন তিনি ৷
ফুরবা লাচেনপা (মুম্বই সিটি এফসি)
মুম্বই সিটি এফসি'র হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ফুরবা লাচেনপা ৷ তেকাঠির নিচে তাঁর পারফরম্যান্সের জেরেই লিগের এক নম্বর দল হিসেবে শিল্ড জিতে নিয়েছে মুম্বই সিটি এফসি ৷ 25 বছরের এই যুবক 21 ম্যাচে 7টিতে ক্লিনশিট রেখেছেন এই আইএসএল-এ ৷ 22টি গোল হজম করেছেন ৷ তবে, গোল বাঁচানোর ক্ষেত্রে 71.79 শতাংশ সফল তিনি ৷
গুরপ্রীত সিং সান্ধু (বেঙ্গালুরু এফসি)