দোহা, 18 ডিসেম্বর: যদি প্রশ্ন করা হয় 1990 বিশ্বকাপ ফাইনাল আর 2022 বিশ্বকাপের মিল কোথায়? বিন্দুমাত্র না-ভেবে যে কোনও ফুটবলপ্রেমী সঙ্গে সঙ্গে বলে দেবেন উত্তরটা ৷ সেবার ইতালির স্তাদিও অলিম্পিকো আর রবিবার কাতারের লুসেইলের 'কমন ফাইনালিস্ট' আর্জেন্তিনা ৷ তবে এর বাইরে গিয়েও এই দুই ফাইনালকে কোথাও এক সুতোয় গাঁথতে চলেছেন ফিফা রেফারি টমাস লিস্টকিউইজ (Tomasz Listkiewicz) ৷ রবিবাসরীয় মহারণে লিও মেসি-কিলিয়ান এমবাপেদের সঙ্গে সাইডলাইনে দৌড়বেন তিনিও ৷ কিন্তু সাইডলাইনে দৌড়ে কীভাবে দুই বিশ্বকাপকে মেলাবেন, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তো ?
আসলে 1990 আর্জেন্তিনা-জার্মানি হাইভোল্টেজ ফাইনালে লাইন্সম্যানের দায়িত্বে ছিলেন টমাসের পিতা সিনিয়র লিস্টকিউইজ ৷ সেবার লোথার ম্যাথাউজ, জুর্গেন ক্লিনসম্যান, জর্জ বুরুচাগা, দিয়েগো মারাদোনা সমৃদ্ধ ফাইনালে গুরুদায়িত্ব সামলেছিলেন বাবা ৷ 32 বছর পর এসে সেই পোলিশ লাইন্সম্যানের সুযোগ্য পুত্রই আজ লুসেইলে সামলাবেন আরও এক তারকাসমৃদ্ধ ফাইনাল (Tomasz Listkiewicz son of Ex FIFA referee Michał Listkiewicz will be on the pitch on todays final) ৷