টোকিয়ো, 5 সেপ্টেম্বর: 2020 টোকিয়োতে অলিম্পিক্সের মতো প্যারালিম্পিকসেও রেকর্ড সংখ্যক পদক জিতল ভারত ৷ রবিবার শেষদিনেও ভারতের ঘরে এল সোনা ও রুপো ৷ সেই সঙ্গে 19টি পদক জিতে টোকিয়ো প্যারালিম্পিকস শেষ করলেন ভারতীয় অ্যাথলিটরা ৷ প্যারালিম্পিকসে যা ভারতের রেকর্ড ৷ এর মধ্যে 5টি সোনা, 8টি রুপো ও 6টি ব্রোঞ্জ ৷ টোকিয়ো প্যারালিম্পিকসে ব্যাডমিন্টন ও তাইকোন্ডো প্রথম অন্তর্ভুক্ত হয় ৷
আরও পড়ুন:Tokyo paralympics 2020 : ব্যাডমিন্টনে সোনা জিতলেন কৃষ্ণ নাগার
টোকিয়ো প্যারালিম্পিকসে ভারতের 54 জন প্রতিযোগী 9টি স্পোটিং ইভেন্টে অংশ নিয়েছিলেন ৷ এর মধ্যে থেকে 19টি পদক জিতে ঘরে ফিরছেন ভারতীয় অ্যাথলিটরা ৷ সেই সঙ্গে 162টি দেশের মধ্যে 24 নম্বরে শেষ করল ভারত ৷ তবে পদকের সংখ্যার বিচারে ভারতের স্থান 20 নম্বরে ৷ 1968 থেকে 1972 এবং 1984 থেকে 2020 পর্যন্ত টানা প্যারালিম্পিকসে অংশ নিয়েছে ভারত ৷ এতদিন ভারতের ঝুলিতে ছিল সর্বাধিক 12টি পদক ৷ কিন্ত টোকিয়োতে আরও 7টি পদক যোগ করেন ভারতীয় অ্যাথলিটরা ৷
আরও পড়ুন:Tokyo paralympics 2020 : ব্যাডমিন্টনে রুপো জয় নয়ডার জেলাশাসক সুহাসের
টোকিয়ো প্যারালিম্পিকসে সোনাজয়ীরা হলেন অবনি লেখারা ৷ যিনি মহিলাদের শুটিংয়ে 10 মিটার এয়ার রাইফেলে দেশকে সোনা এনে দেন ৷ এছাড়াও ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসে সোনা জেতেন প্রমোদ ভাগত ৷ এছাড়া রবিবার শেষ দিনে ব্যাডমিন্টনে দেশকে সোনা এনে দেন কৃষ্ণ নাগার ৷ পঞ্চম সোনাটি আসে রাজস্থানের জয়পুরের এই প্যাডলারের হাত ধরে ৷ ফাইনালে কৃষ্ণ নাগার 21-17, 16-21 ও 21-17 গেমে হারান হংকংয়ের চু মান কাইকে৷ জয়ের জন্য তিনি সময় নেন মাত্র 43 মিনিট ৷ এছাড়াও সোনা জেতেন পুরুষদের জ্যাভলিন থ্রো-তে সুমিত অন্তিল ৷ আর মিক্সড ইভেন্টে 50 মিটার পিস্তলে সোনা জেনেন মণীশ নরওয়াল ৷